বীরভূমের তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলের থেকে আরও কয়েক ধাপ এগিয়ে গেলেন পশ্চিম মেদিনীপুরের তৃণমূলের জেলা সভাপতি অজিত মাইতি। অনুব্রত মণ্ডল কেন্দ্রীয় বাহিনীকে নকুলদানা দেওয়ার নির্দেশ দিয়েছেন তৃণমূল কর্মীদের। আর অজিত মাইতি কেন্দ্রীয় বাহিনীর হাত মুচড়ে দেওয়ার নির্দেশ দিলেন দলীয় কর্মী সমর্থকদের।
বুধবার ঘাটাল লোকসভার প্রার্থী সাংসদ দেবের কর্মী সভায় ছিল। সেই সভায় বক্তব্য রাখেন পশ্চিম মেদিনীপুর জেলা তৃণমূলের জেলা সভাপতি অজিত মাইতি। সেই সভার তিনি বলেন, আমরা অন্যায়ের পথে চলি না, দুর্নীতির পথে চলি না, আমরা গুন্ডামি করি না আমাদের হক আমরা আদায় করে নিতে চাই। নির্বাচনী, যুদ্ধে সংসদীয় গণতন্ত্রে আমাদের অধিকার প্রতিষ্ঠা করতে চাই।
একই সঙ্গে তিনি সুর চড়িয়ে বলেন, কেন্দ্রীয় বাহিনী রাস্তায় টহল করুক আমাদের অন্যায় থাকলে ধরুক আমরা প্রটেস্ট করব না। আর কেন্দ্রীয় বাহিনী যদি ঘরে ঘরে এসে কাউকে হুমকি দেয় তাহলে তাদের হাত মুচড়ে দিতে হবে কেন্দ্রীয় বাহিনীর। এটা জেনে রাখুন কোনও মতেই আমরা ছাড়ব না।
দেখুন ভিডিও