ফের কাটমানির অভিযোগে উত্তপ্ত হয়ে উঠল বীরভূমের সাঁইথিয়া। গ্রামবাসীদের হাতে আক্রান্ত হলেন স্থানীয় তৃণমূল নেতা। খবর পেয়ে পুলিশ এসে পরিস্থিতি সামাল দেয়।
ঘটনা বীরভূম জেলার সাঁইথিয়ার বনগ্রাম পঞ্চায়েত এলাকার ভালদা গ্রামের। সূত্রের খবর, স্থানীয় তৃণমূল নেতা বাপি দেবনাথের বাড়িতে সোমবার সকালে যান গ্রামবাসীরা। তাঁরা গিয়ে কাটমানির টাকা ফেরত চান তাঁর কাছ থেকে। কিন্তু তিনি গ্রামবাসীদের কথা মানতে রাজি হননি। তিনি স্পষ্ট জানিয়ে দেন, কোনও কাটমানি তিনি নেননি। সুতরাং ফেরত দেওয়ারও কোনও প্রশ্ন নেই।
এ কথা শোনার পরেই গ্রামবাসীরা তাঁর উপর চড়াও হন বলে জানা গিয়েছে। তাঁকে মারধর করা শুরু করেন তাঁরা। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পৌঁছন সাঁইথিয়া থানার পুলিশ। তাঁরা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। অবশ্য মুচলেকা দিয়ে তবেই ছাড়া পান ওই নেতা। পরে এই বিষয়ে গ্রামবাসীদের সঙ্গে আলোচনা করে টাকা ফেরত দেবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন বাপিবাবু।
সূত্রের খবর, গ্রামবাসীদের অভিযোগ, বাপি দেবনাথ আগে ওই এলাকার তৃণমূল বুথ সভাপতি ছিলেন। সেই সময় থেকেই ১০০ দিনের কাজ থেকে শুরু করে প্রধানমন্ত্রী আবাস যোজনা ও অন্যান্য সরকারি প্রকল্পের অনেক টাকা তিনি নয়ছয় করেছেন বলে অভিযোগ। বিভিন্ন প্রকল্পের জন্য গ্রামবাসীদের কাছ থেকে টাকাও নিয়েছেন তিনি।
সেই টাকা পয়সার হিসেব চাইতেই এ দিন বাপি দেবনাথের বাড়িতে চড়াও হন গ্রামবাসীরা। কিন্তু তৃণমূল নেতা সেটা অস্বীকার করায় উত্তেজিত হয়ে পড়েন গ্রামবাসীরা। তাঁরা মারধর শুরু করেন নেতাকে। তারপরেই পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।