বীরভূমের দুবরাজপুরে ভোট নিয়ন্ত্রণের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। কেন্দ্রীয় বাহিনীর সামনেই বুথের মধ্যে ঢুকে ভোটারদের লাইন নিয়ন্ত্রণ করার অভিযোগ ওঠে এক তৃণমূল নেতার বিরুদ্ধে।
সূত্রের খবর, দুবরাজপুরের গাঁরা প্রাথমিক বিদ্যালয়ে ভোট নিয়ন্ত্রণ করছিলেন তৃণমূল নেতা সাফিউদ্দিন খান। অভিযোগ, বুথের গেটের সামনে দাঁড়িয়ে তিনি ঠিক করছিলেন, কে ভিতরে ঢুকবেন, কে ঢুকবেন না। কেন্দ্রীয় বাহিনী সামনে দাঁড়িয়ে থাকলেও কার্যত নীরব দর্শকের ভূমিকা পালন করছিলেন।
জানা গিয়েছে, সাফিউদ্দিনকে প্রশ্ন করা হলে তিনি বলেন, “আমি দায়িত্ব নিয়েছি, যাতে সুষ্ঠুভাবে ভোট হয়। আমি গোটা গ্রাম দেখভাল করার দায়িত্ব নিয়েছি। শুধুমাত্র তৃণমূল নয়, বিরোধী দল ও তাদের ভোটারদেরও যাতে কোনও অসুবিধা না হয়, সেটাও দেখছি আমরা।” কিন্তু তিনি তো কমিশন বা পুলিশের লোক নন। তাহলে কীভাবে এই কাজ করছেন তিনি? এই প্রশ্নের পরেই অবশ্য গেট ছেড়ে সাধারণ ভোটারদের লাইনে দাঁড়িয়ে পড়েন সাফিউদ্দিন। তারপর তিনি বলেন, “আমি তো সাধারণ ভোটার। আমাকে এ সব প্রশ্ন কেন করছেন?”
ভোট নিয়ন্ত্রণের দায়িত্বে থাকা বিএসএফ জওয়ানদের প্রশ্ন করা হলে তাঁরা বলেন, উনি ভোটার। কিন্তু ভোটার হয়েও কেন সাফিউদ্দিন লাইন নিয়ন্ত্রণ করছিলেন, এ ব্যাপারে প্রশ্ন করা হলে কোনও উত্তর দিতে চাননি তাঁরা।
এই ব্যাপারে বিজেপির এক স্থানীয় নেতার কথায়, “নির্বাচন কমিশন সব বুথে কেন্দ্রীয় বাহিনী দিয়েছে। তারপরেও কিছু বুথে কারচুপি, বুথ দখল, ভোটারদের ভয় দেখানোর কাজ করছে তৃণমূল। যেখানেই এই ধরণের অভিযোগ উঠছে, আমরা কমিশনকে জানাচ্ছি। মানুষও প্রতিরোধ করছেন।” অন্যদিকে বিজেপির অভিযোগ খারিজ করে তৃণমূলের অন্য এক নেতার কথায়, “সাফিউদ্দিন ওখানে ভোট দিতেই গিয়েছিলেন। লাইনে কিছু মানুষের সমস্যা হচ্ছিল। তাই উনি সাহায্য করছিলেন। সেটাকেই বড় করে দেখানোর চেষ্টা করছে বিজেপি।”