আসানসোলে বিজেপির যুব মোর্চার রেলিতে হামলা চালিয়েছে তৃণমূল আশ্রিত সশস্ত্র দুষ্কৃতীরা। এমনটাই অভিযোগ করলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী তথা আসানসোলের বিজেপি সাংসদ বাবুল সুপ্রিয়। শনিবার বিজেপির সদর দপ্তরে সাংবাদিক বৈঠকে বাবুল সুপ্রিয়ো অভিযোগ করেন,”গতকাল আসানসোলে যুব মোর্চার র্যালিতে পুলিশের অনুমতি থাকা সত্বেও তৃণমূলের লোকজন মুখে কালো কাপড় বেঁধে হাতে অস্ত্র নিয়ে ঝামেলা তৈরি করেছে।” নাম করে এই গায়ক রাজনীতিক আরও বলেন, “আসানসোলের মেয়র জিতেন্দ্র তেওয়ারি নির্দশেই মানুষকে সব সময় চমকানো হচ্ছে। গতকালের ঘটনা ন্যক্কারজনক।” পুলিশ প্রশাসনের দিকে অভিযোগের আঙুল তুলে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী বলেন, “রাজ্য পুলিশের কোনও মহিলা ছিল না পুরুষ পুলিশ দিয়ে মহিলাদের হেনস্থা করা হয়। আমি দিল্লিতে ছিলাম আমার নামে বলা হয়েছে এই অশান্তিতে নাকি আমি মদত দিয়েছি। এটা সম্পূন ভুল। ট্যাঙরা ও নবদ্বীপে জয় শ্রীরাম বলায় বিজেপি কর্মীকে মারধর করা হয়েছে । সারা রাজ্য জুড়ে এটা চলছে। সরকারি কাজ আসানসোলে হচ্ছে না। জল প্রকল্প থেকে শুরু করে কোন কিছুই করতে দিচ্ছে না শাসক দল”।
মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসনকে তুলোধনা করে বাবুল বলেন “রাজ্যে রাষ্ট্রপতি শাসনের জন্য দোরগোড়ায় পৌচ্ছে গিয়েছে। কিন্ত আমরা চাই না মুখ্যমন্ত্রী সিমপ্যাথি ভোট পাক। তবে মুখ্যমন্ত্রীর কাছে সেটা সিমপ্যাথিক নয়, প্যাথিটিক হবে। সেটা আমরা চাই না। আগামী দিনে বিজেপি মানুষের ভোটেই ক্ষমতায় আসবে। এই বিষয়ে আমি অনেক বার ট্যুইট করেছি আমার খারাপ লাগে লজ্জা হয়। নিজেকে ছোট মনে হয়। আমরা রাষ্ট্রপতি শাসন জারি করে ক্ষমতায় আসতে চাই না”।