ভাঙন পাহাড়ের তৃণমূল কংগ্রেসের সংগঠনে। দার্জিলিং বিধানসভা উপনির্বাচনে প্রার্থী হতে না পেরে নির্দল প্রার্থী হিসেবে ওই কেন্দ্রে মনোনয়ন দিলেন তৃণমূল নেত্রী সরিতা সুববা রাই। একথা জানা মাত্রই শুক্রবার দুপুরে তাঁকে দল থেকে বহিষ্কারের নির্দেশ দেন দার্জিলিং জেলা তৃণমূলের পর্যবেক্ষক তথা মন্ত্রী অরূপ বিশ্বাস। দার্জিলিংয়ের জেলা তৃণমূল সভাপতি রাজেন মুখিয়া জানিয়েছেন, দল বিরোধী কাজের জেরে সারিতা সুব্বা রাইকে সাসপেন্ড করছে দল। তিনি আরও বলেন, “দল যাকে মনোনয়ন দেবে সেই প্রার্থী হতে পারবে। তাই দলের কথা না মেনে আলাদা করে মনোনয়ন জমা দিয়ে অন্যায় করেছেন সরিতা। তাই তাঁকে সাসপেন্ড করা হল। প্রসঙ্গত, ২০১৬ সালে বিধানসভা নির্বাচনে দার্জিলিং কেন্দ্রে তৃণমূলের প্রার্থী ছিলেন সরিতা। সেবার তাঁকে হারিয়ে জয়ী হন গোর্খা জনমুক্তি মোর্চার প্রার্থী অমর সিংহ রাই। কিন্তু চলতি লোকসভা নির্বাচনে তিনি বিধায়ক পদ ছেড়ে তৃণমূলের প্রতীকে দার্জিলিং থেকে প্রার্থী হয়েছেন। আর সেই কারণে দার্জিলিংয়ে উপনির্বাচন হচ্ছে।
প্রসঙ্গত, এই কেন্দ্রে তৃণমূলের সমর্থনে প্রার্থী হয়েছেন গোর্খা টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশনের চেয়ারম্যান বিনয় তামাং। সরিতা তাঁর মনোনয়ন মেনে নিতে পারেননি। নির্দল প্রার্থী হয়ে লড়াই করার সিদ্ধান্ত নিয়ে মনোনয়ন দাখিল করেন তিনি। সেই কথা জানা মাত্রই তাঁকে দল থেকে ছেঁটে ফেলল তৃণমূল। উল্লেখ্য, এই কেন্দ্রে বিজেপি প্রার্থী হয়েছেন নীরজ জিম্বো। সিপিএম প্রার্থী করেছে কেবি ওয়াতারকে। আর সাংবাদিক তথা নির্দল প্রার্থী স্বরাজ থাপাকে সমর্থন করেছে কংগ্রেস। আগামী ১৯ মে দার্জিলিং বিধানসভার উপনির্বাচন। ফলাফল ঘোষণা হবে ২৩ মে।