লোকসভা ভোটের মুখে ২০ লক্ষ টাকা সহ গ্রেফতার তৃণমূল কাউন্সিলর৷ শনিবার শিয়ালদহ থেকে কাউন্সিলর নাজির খানকে গ্রেফতার করল আরপিএফ৷ তিনি টিটাগড় পুরসভার ১৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর৷ এত বিপুল টাকার উৎস কী জানতে তাঁকে গ্রেফতার করা হয়৷
লোকসভা ভোটের আগে এই ঘটনায় রীতিমত চাঞ্চল্য তৈরি হয়েছে৷ ভোটের জন্য শিয়ালদহ স্টেশন থেকে বিপুল পরিমাণ টাকা হাতবদল হতে পারে বলে সতর্ক করা হয়েছিল রেল পুলিশকে৷ এদিকে কোথা থেকে এই পরিমাণ টাকা অভিযুক্ত ওই কাউন্সিলর নিয়ে আসছিলেন তা নিয়ে প্রথমে ধোঁয়াশা তৈরি হয়৷ পরে জানা যায় তিনি দিল্লি থেকে আসছিলেন৷
এরপরেই ওই কাউন্সিলরকে সন্দেহজনক অবস্থায় স্টেশনে ঘুরতে দেখা যায়৷ তাঁর হাতে একটি ব্যাগ ছিল৷ তাঁকে প্রশ্ন করতেই তিনি পালানোর চেষ্টা করেন৷ তখনই ধাওয়া করে রেল পুলিশ৷ কিছুটা এগিয়ে যাওয়ার পরেই তাঁকে রেল পুলিশ হাতে নাতে ধরে বলে জানা যায়৷ আরপিএফ সূত্রে জানা গিয়েছে, জেরায় ওই কাউন্সিলর দাবি করেছেন এটি ব্যবসার টাকা৷ দিল্লি থেকে নিয়ে ফিরছিলেন৷
ভোটের আগে কাউন্সিলর গ্রেফতারের ঘটনায় অস্বস্তিতে শাসক দল তৃণমূল৷ বিরোধীদের অভিযোগ, ভোটের সময় এই বিপুল পরিমাণ টাকা ব্যবহার করতেই তা নিয়ে আসা হচ্ছিল৷ যদিও তৃণমূল থেকে এই নিয়ে কোনও মন্তব্য করা হয়নি৷