দক্ষিণ ২৪ পরগনার জয়নগর থানার অন্তর্গত দক্ষিণ বারাসাত মোড়ে বিজেপির এক পথসভায় আচমকা হামলা চালানোর অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। মঞ্চ, চেয়ার, সাউন্ড বক্স ভাঙ্গচুরের পাশাপাশি বিজেপি কর্মীদেরকে মারধর করা হয়েছে বলে অভিযোগ বিজেপির। ঘটনার প্রতিবাদে কুলপি রোড অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করেছেন বিজেপি কর্মী সমর্থকরা।
পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, মঙ্গলবার বিকেলে কেন্দ্রের কৃষি আইনের সমর্থনে বিজেপির একটি পথসভা ছিল দক্ষিণ বারাসাত মগরাহাট মোড়ে। অভিযোগ, সেই সভা শুরু হতেই সেখানে তৃণমূল আশ্রিত দুষ্কৃতিরা হামলা চালায়। চেয়ার ও সভার অন্যান্য সামগ্রী ভাঙ্গচুর করা হয়। পাশাপাশি সেখানে উপস্থিত বেশ কয়েকজন বিজেপি কর্মীকে বেধড়ক মারধর করা হয়েছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ালে জয়নগর থানার আইসি অতনু সাঁতরার নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী এলাকায় এসে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছেন। কিন্তু এই হামলার প্রতিবাদে রাস্তা অবরোধ শুরু করেছে বিজেপি কর্মীরা।
তৃণমূলের দাবি, পাশেই তাঁদের দুয়ারে সরকার কর্মসূচি চলছিল, সেই কর্মসূচি পন্ড করতেই বিজেপি এলাকায় মাইক বাজিয়ে সভা শুরু করে। সেই কারণেই অশান্তি হয়েছে।