গতকাল কোচবিহারে তৃণমূলের গুন্ডা বাহিনী বিজেপি পার্টির কর্মিদের ওপরে হামলা চালায়। এতে ৩ জন খুব গুরুতর ভাবে জখম হয়েছে। জানা যাচ্ছে, বুথ থেকে বাড়ি ফেরার পথে এই কর্মী ও তাঁর বন্ধুর ওপর তৃণমূলের গুন্ডা বাহিনিরা হামলা চালায়, এই হামলায় জড়িত একজন গ্রামপ্রধান সহ দুই অন্য হামলাকারী অধির মিয়াঁ ও আইদুল হক। কর্মী এও দাবি করেছে যে এরা তাঁর বাড়িতেও হামলা চালায় এবং ভোট না দেওয়ার জন্যে ধমকিও দেয়।
অন্য আরেক ঘটনায়, তৃণমূলের গুণ্ডারা বিজেপির ঘাটাল লোকসভার কনভেনর তপন মাইতির গাড়ির ওপরেও হামলা চালায় এবং ভাংচুর করে।
বিজেপির দাবি, তৃনমূলের কর্মীরা ইভিএম মেশিনে বিজেপির নির্বাচনী বোতাম এর ওপরে নেল পলিসের ব্যাবহার করছে যাতে বিজেপির ভোটারদের চিহ্নিত করা যায়।
সুত্রের খবরে জানা গেছে, বাড়োশোলমারি এলাকা তে তৃনমূলের গুন্ডা বাহিনি বুথ লুণ্ঠণ করেছে। বিজেপি নেতা নিশিথ পারামানিকের বক্তব্যে এই তৃনমূলী গুণ্ডামোর সামনে পুলিশও সম্পূর্ণ নিষ্ক্রিয় ও আসহায় মনে হয়ে ছিল।