সন্দেশখালির নৃশংস হত্যাকাণ্ডের জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সরাসরি দায়ী করে, তিন সাংসদদের প্রতিনিধি দল সেখানে পাঠানোর কথা ঘোষণা করলেন বিজেপি নেতা মুকুল রায়। রবিবার সকালের বিমানে দিল্লি থেকে কলকাতার আসেন তিনি।
বিমানবন্দরে সংবাদমাধ্যমের প্রতিনিধিদের প্রশ্নের উত্তরে মুকুল রায় বলেন, “আমাদের ৫ জন কর্মীকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। রাজ্যের মুখ্যমন্ত্রীর উস্কানিতে এই হত্যাকাণ্ড সংঘঠিত হয়েছে।” এমন অভিযোগের পর তিনি জানান, হুগলির সাংসদ লকেট চট্টোপাধ্যায়, রানাঘাটের সাংসদ জগন্নাথ সরকার ও বনগাঁর সংসদ শান্তনু ঠাকুর অবিলম্বে সন্দেশখালি গিয়ে পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখে আসবেন।
দলকে তাঁরা রিপোর্ট দেবেন। শনিবার রাতে সন্দেশখালিতে ঘটনা ঘটার পরেই টুইট করে বিষয়টি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে জানিয়েছিলেন মুকুল। এদিন তিনি বলেন, “আমি স্বরাষ্ট্রমন্ত্রকে যাইনি ঠিকই। কিন্তু এই ঘটনায় আমাদের ৫ জন কর্মীর খুন হয়ে যাওয়ার বিষয়টি সেখানে জানানো হয়েছে।” প্রাক্তন রেলমন্ত্রী অভিযোগ, সন্দেশখালি ব্লক তৃণমূল সভাপতি শাহজাহান আলীর নেতৃত্বে এই হত্যাকাণ্ড হয়েছে। যদি মুখ্যমন্ত্রী রাজ্যের আইন-শৃঙ্খলা পরিস্থিতি সামাল না দিতে পারেন।
তাহলে তাঁর উচিত স্বরাষ্ট্রমন্ত্রীকে অবিলম্বে জানান, যে বাংলায় আইন শৃঙ্খলা হাতের বাইরে চলে গিয়েছে। কেন্দ্র ব্যবস্থা নিক।