কলকাতা, ২৩ জানুয়ারি, (হিন্দুস্তান সমাচার)। গত জুলাই মাসে কোন্নগরের একটি ঘটনা সংবাদের শিরোনামে এসেছিল। তৃণমূলের কিছু সমর্থক একদল ছাত্রীকে ‘তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ’, ‘মমতা ব্যানার্জি জিন্দাবাদ’ ধ্বনি দিতে হবে বলে দাবি করে। ছাত্রীরা রাজি না হওয়ায় তাঁদের আটকে রাখা হয়। ছাত্রীদের উদ্ধার করতে গিয়ে শাসক দলের পড়ুয়াদের হাতে আক্রান্ত হন সুব্রত চট্টোপাধ্যায় নামক এক শিক্ষক। পরিস্থিতির সামাল দিতে পুলিশ ডাকতে হয়।
সূত্রের খবর, নবগ্রাম হীরালাল পাল কলেজের ওই ঘটনায় অভিযুক্তদের কারও সাজা হয়নি। উল্টে স্বীকৃতি পাচ্ছেন এ রকম জঙ্গি ছাত্রনেতা-নেত্রীরা। এর সব শেষ নিদর্শন তৃণমূলের তিন বিতর্কিত ছাত্রনেতা অনেকটা চুপিসাড়েই অধ্যাপকের কাজ পেলেন। এ নিয়ে বিভিন্ন মহলে শুরু হয়েছে বিতর্ক।
লগ্নজিতা চট্টোপাধ্যায় ছিলেন তৃণমূল ছাত্র পরিষদের বিশ্ববিদ্যালয়ের সাধারণ সম্পাদক। চাকরি পেলেন উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের অ্যাসিস্টেন্ট প্রফেসরের পদে। অনেক যোগ্যকে টপকে সরাসরি ঢুকলেন। কালীঘাটের আদেশে সুবীরেশ ভট্টাচার্য তা কার্যকরী করলেন। সেই সুবীরেশবাবু, যিনি উপাচার্যদের নয়া পরিষদের কর্তা হয়েছেন। অন্দরের খবর, রাজ্যপালের সঙ্গে টক্কর দিতে শিক্ষামন্ত্রী তৈরি করেছেন এই পরিষদ।
মণিশঙ্কর মণ্ডল তৃণমূল ছাত্র পরিষদের রাজ্য সহ-সভাপতি। অমিত শাহ্কে কালো পতাকা দেখিয়েছিলেন। পুরস্কার পেলেন হাতেনাতে। সংস্কৃত কলেজে অ্যাসিস্টেন্ট প্রফেসর হলেন। অনেক যোগ্যকে টপকে সরাসরি ঢুকলেন কালীঘাটের আদেশে। গত এপ্রিল মাসে কলকাতা বিশ্ববিদ্যালয়ে তৃণমূলের একটি ছাত্রগোষ্ঠী অপর একটি গোষ্ঠীর সঙ্গে মারপিট করে। একটি গোষ্ঠী মূল অভিযুক্ত হিসাবে নাম করেছিল মণিশঙ্কর মণ্ডলের।
জয়া দত্ত তৃণমূল ছাত্র পরিষদের রাজ্য সভাপতি ছিলেন। তাঁর আমলে কলেজে ঢোকার সময় আবেদনকারীদের কাছ থেকে শাসক দলের ছাত্রনেতাদের বিরুদ্ধে টাকা নেওয়ার অভিযোগ ওঠে। এ নিয়ে শুরু হয় দলের অন্তর্কলহ। পরিস্থিতি সামাল দিতে রাস্তায় নামতে হয় খোদ মুখ্যমন্ত্রী এবং পুলিশ কমিশনারকে। ২০১৮-র ১৫ আগস্ট প্রতিষ্ঠাবার্ষিকীতে মুখ্যমন্ত্রী ঘোষণা করেন জয়ার বদলে সংগঠনের দযিত্ব দেওয়া হচ্ছে তৃণাঙ্কুর ভট্টাচার্যকে। ৮ সেপ্টেম্বর তৃণমূল ভবনে আনুষ্ঠানিকভাবে দলীয় শীর্ষ নেতাদের সঙ্গে কথা বলে তা ঘোষণা করবেন শিক্ষামন্ত্রী। জয়া থাকবেন প্রস্তাবিত নয়া কমিটির আহ্বায়ক। হয়েছিলও তাই। সেই জয়া এবার রবীন্দ্রভারতীতে দূরশিক্ষায় এমএ করে প্যানেলে থাকা প্রথম শ্রেণীর স্বর্ণপদকপ্রাপ্তকে টপকে অ্যাসিস্টেন্ট প্রফেসর পদে ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটিতে যোগ দেবেন কালীঘাটের আদেশে।
হিন্দুস্তান সমাচার