প্লাস্টিক মুক্ত পরিবেশ গড়ে তোলার বার্তা নিয়ে সাইকেলে ৭৫৪ কিলোমিটার যাত্রা করল তিন বাঙালি। পার্থ মুখোপাধ্যায়, সুপ্রতিম মজুমদার ও মানস কান্তি ঘোষ এরা এই বার্তা সকলের কাছে পৌঁছে দিতে এবং ভারত বাংলাদেশ সম্প্রীতির বার্তা পৌঁছে দিতে সাইকেল নিয়ে বেরিয়ে পড়েছে সুদূর ঢাকার উদ্দেশ্যে।
হাওড়া থেকে শুরু করে বালি, দক্ষিণেশ্বর, ডানলপ, বেলঘরিয়া, বিরাটি, বনগাঁ, ঢাকা, চিটাগাং হয়ে কক্সবাজারে এদের অভিযান শেষ হবে চলতি মাসের ২৮ তারিখ। এই উদ্যোগে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন মন্ত্রী অরূপ রায়, লক্ষ্মীরতন শুক্লারা। শনিবার এই অভিযানের সূচনা করেন দুই মন্ত্রী। এই অভিযান যাঁরা শুরু করেছেন সেই পার্থ মুখোপাধ্যায় হাওড়ার বাকসাড়ার বাসিন্দা। তিনি একটি এনজিওতে কর্মরত।
সুপ্রতিম মজুমদার উত্তর ২৪ পরগণার বনগাঁর বাসিন্দা। তাঁর নিজের একটি ছোটো দোকান আছে এলাকাতেই। মানস কান্তি ঘোষ কলকাতার বাটানগরের বাসিন্দা। তিনি এক বেসরকারি সংস্থার কর্মী। এরা সকলেই অ্যাডভেঞ্চার প্রিয় মানুষ। অনেকগুলি পর্বত অভিযানে এদের অভিজ্ঞতা রয়েছে। এছাড়া ছোটদের নিয়ে প্রকৃতি পাঠের শিবিরে শিক্ষা দেন এই তিন ব্যক্তি। শৈলারোহণের শিক্ষা দেন। এক সুন্দর প্রকৃতি আগামী দিনের শিশুদের কাছে রেখে যাওয়ার ব্রত নিয়েই এগিয়ে চলেছেন তাঁরা।