এই নিয়ে দ্বিতীয়বার, বিধানসভা নির্বাচনে দারুণ ফলাফলের পর ফের কেরলের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন পিনারাই বিজয়ন। ৬ এপ্রিলের বিধানসভা নির্বাচনে অভূতপূর্ব জয় পেয়েছে সিপিআই (এম) নেতা পিনারাই বিজয়নের নেতৃত্বাধীন বাম গণতান্ত্রিক ফ্রন্ট (এলডিএফ)। এরপর বৃহস্পতিবার কেরলের মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিলেন ৭৬ বছর বয়সী পিনারাই বিজয়ন।
এদিন সেন্ট্রাল স্টেডিয়ামে আয়োজিত শপথগ্রহণ অনুষ্ঠানে পিনারাই বিজয়নকে মুখ্যমন্ত্রী হিসেবে শপথবাক্য পাঠ করিয়েছেন রাজ্যপাল আরিফ মহম্মদ খান। করোনার জন্য অনাড়ম্বর ছিল শপথগ্রহণ অনুষ্ঠান। সম্পূর্ণ কোভিড-প্রোটোকল মেনেই শপথগ্রহণ অনুষ্ঠান আয়োজিত হয়েছিল। অতিথির সংখ্যাও ছিল হাতেগোনা।
বাদ শৈলজা, বদলে গেল বিজয়নের গোটা মন্ত্রিসভাইনজির গড়ে রাজ্যে দ্বিতীয় বার ক্ষমতায় ফেরার আগেই শুধু মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নকে রেখে বদলে ফেলা হল গোটা মন্ত্রিসভাই। কোভিড মোকাবিলায় আন্তর্জাতিক মহলের প্রশংসা কুড়নো কেরলের স্বাস্থ্যমন্ত্রী কে কে শৈলজাও বাদ পড়লেন। তিরুঅনন্তপুরমে গত মঙ্গলবার সিপিএমের রাজ্য কমিটির বৈঠকে মন্ত্রিসভা সম্পর্কিত চমকপ্রদ সিদ্ধান্ত অনুমোদিত হয়েছে। এলডিএফের বৈঠক সেরে রাজভবনে ২১ জনের মন্ত্রিসভার তালিকা জমা দিয়েছেন বিজয়ন। মুখ্যমন্ত্রী বাদে মন্ত্রিসভায় সিপিএমের ১১ এবং সিপিআইয়ের ৪ জনই নতুন। অন্যান্য বাম শরিকদের হাতে থাকছে ৫টি মন্ত্রিপদ। সিপিএমের মন্ত্রী তালিকায় রয়েছেন ডিওয়াইএফআইয়ের সর্বভারতীয় সভাপতি মহম্মদ রিয়াস ও মহিলা সংগঠনের নেত্রী আর বিন্দু।
2021-05-20