রাত পোহালেই বড়দিন৷ আজ রাত থেকেই উত্সবে মেতে উঠবে শহর৷ তবে এবার করোনা আবহে ভিড় নিয়ন্ত্রণ করা কলকাতা পুলিশের কাছে একটা বড় চ্যালেঞ্জ৷ তার জন্য শহরে মোতায়েন থাকবে ৫ হাজার পুলিশ কর্মী৷
লালবাজার সূত্রে খবর, বড়দিন উপলক্ষে পার্ক স্ট্রিট থেকে মল্লিক বাজার পর্যন্ত রাস্তাকে ৫টি ভাগে ভাগ করা হয়েছে৷ প্রতিটি ভাগে থাকবেন একজন করে ডিসি পদমর্যাদার অফিসার৷ ডিসি-রা ছাড়াও পার্ক স্ট্রিট চত্বরেই থাকবেন ৪ জন অ্যাসিস্ট্যান্ট কমিশনার পদমর্যাদার অফিসার৷ শুধু তাই নয় এবার পার্ক স্ট্রিট মোড়েই তৈরি হয়েছে অস্থায়ী কন্ট্রোল রুম৷
বিশৃঙ্খলা এড়াতে শহর জুড়ে ৫ হাজার পুলিশ কর্মীর পাশাপাশি পার্ক স্ট্রিট ও আশপাশের এলাকায় থাকছে ১১টি ওয়াচ টাওয়ার৷ এবং হেভি রেডিয়ো ফ্লাইং স্কোয়াড, রেডিয়ো ফ্লাইং স্কোয়াড থাকবে৷ এছাড়া ১০০টি পুলিশ সহায়তা কেন্দ্র৷ গোয়েন্দা বিভাগ, সাদা পোশাকের পুলিশ এবং গুন্ডা দমন শাখারও নজরদারি থাকবে৷ পার্ক স্ট্রিট ছাড়াও মেট্রো স্টেশনগুলোতে থাকছে বিশেষ নজরদারি।
আজ রাত ৯টার পর থেকেই শহর জুড়ে শুরু হবে কলকাতা পুলিশের নাকা তল্লাশি৷ আর ২৫ ডিসেম্বর বিকেল ৪টের পর থেকে পার্ক স্ট্রিটে যান চলাচল বন্ধ করে দেওয়া হবে৷
ক্রিসমাস মানেই শহরের সিংহভাগ রাস্তার অভিমুখ পার্ক স্ট্রিট৷ সন্ধ্যার পর পার্ক স্ট্রিটে শুধুই কালো মাথা৷ আবার কেউ কেউ রংচঙে শিং, মুখোশ ও সান্তা টুপিতে নিজস্বী তুলতেই ব্যস্ত। পার্ক স্ট্রিটের অন্যতম আকর্ষণ অ্যালেন পার্ক৷ সেই সাজানো পার্কের সামনেও ভিড় জমতে থাকে৷
এছাড়া বড়দিন উপলক্ষ্যে চিড়িয়াখানা, ভিক্টোরিয়া কালীঘাট মন্দির ইত্যাদি নানা জায়গায় প্রচুর ভিড় হয়৷ সেই সব জায়গায় নজরদারি চালাবে পুলিশ৷ সাদা পোশাকের পুলিশও থাকবে৷
গঙ্গার পাড়ে থাকবে বিপর্যয় মোকাবিলা বাহিনী৷ স্পিড বোটে জলপথে নজরদারি চালানো হবে৷ ক্লাব-পানশালাতে চলবে পুলিশের নজরদারি৷