বিধানসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে পরিবর্তন হবে, বিজেপি ক্ষমতায় এসে সোনার বাংলা গড়বে: যোগী আদিত্যনাথ

ঘাটাল মহকুমায় নির্বাচনী জনসভায় উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ সোনার বাংলা মডেলের কথা বললেন। বৃহস্পতিবার তিনি চন্দ্রকোনার মল্লেশ্বরপুরে বিজেপি প্রার্থী শিবরাম দাসের সমর্থনে জনসভায় বক্তব্য রাখতে আসেন।

যোগী আদিত্যনাথ ভারতবর্ষের মডেলকে এক দেশ এক নিশান বলে উল্লেখ করে বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কাশ্মীরে ৩৭০ ধারা রদ করে ভারতবর্ষের একতা রক্ষা করেছেন। অযোধ্যায় রাম মন্দির নির্মাণেরক্ষেত্রে প্রধানমন্ত্রীর অবদানের কথা তিনি উল্লেখ করেন। স্বামী বিবেকানন্দ, ডঃ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের অবদানের কথা বলেন যোগী আদিত্যনাথ। পশ্চিমবঙ্গের তৃণমূল সরকারের তীব্র সমালোচনা করে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী বলেন, এই সরকার পশ্চিমবঙ্গে নতুন রেললাইন চায় না, এইমস চায় না, কোনও উন্নয়ন চায় না। মুখ্যমন্ত্রী মমতা দি নিজের এবং নিজের দল তৃণমূল কংগ্রেসের বিকাশ ঘটিয়েছেন। তিনি বলেন, পশ্চিমবঙ্গে ভ্রষ্টাচার এবং গুন্ডা রাজের সরকার চলছে।

পাশাপাশি উত্তরপ্রদেশের বিভিন্ন প্রকল্পের উন্নয়নের কথা তুলনা টেনে তিনি বলেন, কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্পের পরিষেবা মানুষ উত্তরপ্রদেশে পাচ্ছেন, যে পরিষেবা চালু হতে দেয়নি পশ্চিমবঙ্গের তৃণমূল সরকার। কেন্দ্রীয় সরকারের কিষাণ নিধি প্রকল্প, আয়ুষ্মান ভারত সহ বিভিন্ন প্রকল্পে কত মানুষ উত্তরপ্রদেশে উপকৃত হচ্ছেন, তার নির্দিষ্ট তথ্য পেশ করেন যোগী আদিত্যনাথ।তিনি বলেন, আগামী বিধানসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে পরিবর্তন হবে এবং বিজেপি ক্ষমতায় আসার পর সোনার বাংলা তৈরি হবে। যুবকদের কর্মসংস্থান সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পরিষেবায় অগ্রাধিকার দেবে বিজেপি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.