১৮ উর্ধ্বদের দেওয়ার মতো ভ্যাকসিন মজুত নেই, জানিয়ে দিল দিল্লি

মুম্বইয়ের পর এবার দিল্লিও জানিয়ে দিল ১ মে থেকে ১৮ উর্ধ্বদের টিকা দেওয়া তাদের পক্ষে সম্ভব হবে না। কারণ তাদের কাছে এই পরিমাণ ভ্যাকসিন নেই।  বৃহস্পতিবার দিল্লির স্বাস্থ্যমন্ত্রী সত্যেন্দ্র জৈন জানান, শহরে এখন ভ্যাকসিন নেই। দিল্লি সরকার বেসরকারি সংস্থার থেকে ভ্যাকসিন কেনার চেষ্টা করছে। ভ্যাকসিন পাওয়া গেলে শহরবাসীকে জানানো হবে। তাঁর কথায়, ‘এখন আমাদের কাছে ভ্যাকসিন নেই। আমরা বিভিন্ন কোম্পানির কাছে ভ্যাকসিন দেওয়ার জন্য আবেদন জানিয়েছি।’ গত সোমবার দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল বলেন, তাঁর সরকার বিভিন্ন কোম্পানির থেকে ভ্যাকসিনের ১ কোটি ৩৪ লক্ষ ডোজ কিনবে। গত বুধবার দিল্লিতে কোভিডে আক্রান্ত হন ২৫ হাজার ২৯৬ জন। মারা গিয়েছেন ৩৬৮ জন। অতিমহামারী শুরু হওয়ার পর থেকে দিল্লিতে সংক্রমিত হয়েছেন মোট ১১ লক্ষ মানুষ। মারা গিয়েছেন ১৫ হাজার জনের বেশি। পরপর সাতদিন রাজধানীতে দৈনিক ৩০০ জনের বেশি মারা গিয়েছেন। এর আগে বৃহন্মুম্বই মিউনিসিপ্যাল কমিশনের অতিরিক্ত মিউনিসিপ্যাল কমিশনার অশ্বিনী ভিদে টুইট করে জানান, শহরে ভ্যাকসিনের যথেষ্ট সংখ্যক ডোজ আসার পরে ১৮ থেকে ৪৪ বছর বয়সীদের টিকা দেওয়া হবে।  কমবয়সীদের উদ্দেশে আবেদন জানিয়ে অশ্বিনী ভিদে বলেন, ‘আমাদের হাতে ভ্যাকসিনের যথেষ্ট সংখ্যক ডোজ আসা পর্যন্ত অপেক্ষা করুন। আপনাদের দীর্ঘ লাইনে দাঁড়াতে হবে না। কখন আপনাদের টিকা দেওয়া হবে আমরা পরে বিস্তারিত জানাব। দয়া করে সাবধানে থাকুন। ডবল মাস্ক পরুন।’ মুম্বইতে এখন ৪৫ উর্ধ্বদের টিকা দেওয়া চলবে। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.