যাদবপুর বিশ্ববিদ্যালয় চত্বরে ২০ জন মাওবাদী সেখানকার পরিবেশ নষ্ট করছে বলে দাবি জানিয়েছে এবিভিপি। ওই ছাত্ররা ক্যাম্পাসে অন্যকোনও রাজনৈতিক দলের সংগঠনকে জায়গা দিতে চায় না। দরকার হলে তারা হিংসাত্মক আচরণও করতে পারে, আশঙ্কা প্রকাশ করেছে এবিভিপি।
এই ২০ জনের নামের তালিকা বিশ্ব বিদ্যালয় কর্তৃপক্ষকে দিতে চায় রাষ্ট্রীয় স্বয়ং সেবক সঙ্ঘ অনুমোদিত ছাত্র সংগঠন এবিভিপি। এছাড়া এদের নামের তালিকা স্বরাষ্ট্র এবং মানব সম্পদ উন্নয়ন মন্ত্রকের হাতে পৌঁছে যাক, তাও চায় এবিভিপি।
এবিভিপি’এর রাজ্য সম্পাদক সপ্তর্ষি সরকার মনে করেন, ওই ২০ জন ছাত্র বহিরাগত নন। তারা যাদবপুর বিশ্ব বিদ্যালয়ের ক্যাম্পাসেই রয়েছে। তাদের মদতেই মন্ত্রী নিগ্রহ চলেছে। বিশ্ব বিদ্যালয় কর্তৃপক্ষ বিষয়গুলি জানে। কিন্তু কোনও পদক্ষেপ নেই।
সোমবার গোলপার্ক থেকে যাদবপুর বিশ্ব বিদ্যালয় মিছিল করে যাওয়ার চেষ্টা করে এবিভিপি। কিন্তু মিছিল যোধপুর পার্ক ব্রিজের বেশি এগোতে দেওয়া হয়নি। এবিভিপি দাবি করেছে, পুলিশ তাদের সদস্যদের মেরেছে। ৭ জন জখম। হাসপাতালে নেওয়া হয়েছে। কিন্তু, কাউকে গ্রেফতার করা হয়নি।
সপ্তর্ষি দাবি করেন, উপাচার্য পদত্যাগ করুন। বিশ্ব বিদ্যালয় ক্যাম্পাসে অন্য কোনও রাজনৈতিক সংগঠন কেন জায়গা পাবে না তা উপাচার্যকে বলতে হবে। শিক্ষার সুন্দর পরিবেশ চাই।” অন্যদিকে, এবিভিপি-এত মিছিল থেকে দাবি উঠেছে, মাওবাদী দের থেকে, কমিউনিস্টদের থেকে আজাদী চাই।