পুরো বাজারটিই মহিলা দ্বারা নিয়্ন্ত্রিত | পোশাকি নাম ইমা (Ima) কেইঠাল মার্কেট (Koithal market)| লোকে জানে মাদারস মার্কেট (Mother’s Market) নামে | ইম্ফলের এই বাজারে খুঁজলে কোন দোকানদার চোখে পড়বে না | হাসিমুখে রয়েছেন দোকানিরা | পুরো বাজারটি নিয়ন্ত্রণ করেন তারা | কি নেই সেই বাজারে | টাটকা ফুল,ফল, সবজি থেকে বাসনপত্র সবই পাওয়া যায় সেই বাজারে | যদিও এই বাজারের শুরুটা ততটা ভালো স্মৃতি বহন করেনা |
স্থানীয় মানুষদের জোর করে খাটিয়ে নেওয়ার জন্যই ১৫৩৩খ্রীষ্টাব্দে এই বাজারোর গড়া পত্তন হয় | স্থানীয় ভাষায় সেই জোর করে শ্রম নেওয়ার পদ্ধতিকে লালুপ কাবা বলে | সেই নিষ্ঠুর পদ্ধতিতে মণিপুরী ছেলেদের ঘর ছেড়ে অনেক দূরে এই কাজের জায়গাতেই পড়ে থাকতে হোতো | মহিলাদের একা ঘর সামলানোর কাজ ছাড়াও গ্রামের শাসন থেকে বাজার সব টাই নিয়ন্ত্রণ করতে হোতো | এমনকি জমিজমাতে চাষবাসো ছিল মহিলাদের হাতে | সেই শস্য ফলানোর পরে তা বাজারে নিয়ে বিক্রি করে জীবিকা উপার্জন করতে হোতো মণিপুরী মহিলাদের | সেই থেকেই গোড়া পত্তন এই বাজারের |পুরুষবিহীন পরিবার চালাতে চালাতে মহিলারা নিজেদের স্বয়ংসম্পূর্ণ করে তুলেছিলেন এই কাজে |
শুধু বাজার বা নিজেদের সমাজ চালানোই নয় | ব্রিটিশ রাজের বিরুদ্ধে লড়াইয়েও সমান পারদর্শী ছিলেন তারা | ব্রিটিশদের নিষ্ঠুর নীতির বিরুদ্ধে এখানকার মহিলারা সংঘটিত করেছিলেন ওম্যান মার্চ বা নুপি ল্যান |ওপ্যনিবেশিক অত্যাচারের বিরুদ্ধে গর্জে ওঠার পরম্পরা আজও অব্যাহত। সিএএ (CAA) বিরোধীতার আঁচ পড়েছিল এখানেও। ৫০০০মহিলার মিছিলে উঠেছিল স্লোগান ।