গ্রামে বেশি ভোট পেয়েছে বিজেপি। তাই গ্রামের অকেজো টিউবওয়েল সারানো হচ্ছে না। দুবরাজপুর বিধানসভার বিধায়ক বিজেপির অনুপ সাহার কাছে এমনই অভিযোগ জানালেন গ্রামবাসীরা। যদিও অভিযোগ অস্বীকার করেছেন তৃণমূল পরিচালিত গ্রাম পঞ্চায়েত প্রধান।
শনিবার দুপুরে খয়রাশোল ব্লকের কাঁকড়তলা থানার হজরতপুর গ্রামে যান দুবরাজপুর বিধানসভার বিধায়ক অনুপ সাহা। গ্রামে মা কালির মন্দিরে বৃক্ষরোপণ করেন, সেই সঙ্গে নিজে মন্দির ও গ্রামের কিছু অংশ স্যানিটাইজ করেন। বিতরণ করেন মাস্ক। সে সময় নদীতে স্নান সেরে মন্দিরের পাশ দিয়ে গ্রামে ফিরছিলেন কয়েকজন মহিলা। তাঁরা বিধায়ককে হাতের কাছে পেয়ে বঞ্চনার কথা জানান। গ্রামের বাসিন্দা মিনতী মাল বলেন, “গ্রামের বেশ কয়েকটি টিউবওয়েল খারাপ দীর্ঘদিন ধরে। আমরা প্রধানকে বলেছিলাম। প্রধান পরিস্কার জানিয়ে দিয়েছেন বিজেপিকে ভোট দিয়েছ, তাঁরাই টিউবওয়েল ঠিক করবে। ফলে আমাদের হিংল নদী থেকে স্নান ও পানীয় জল আনতে হচ্ছে।”
বিধায়ক অনুপ সাহা বলেন, “বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে গ্রামে গাছ লাগানোর জন্য এসেছিলাম। গ্রামে এসে মহিলাদের কাছ থেকে পানীয় জলের সমস্যার কথা শুনলাম। আমি বিষয়টি বিডিওকে লিখিতভাবে জানাব। যাতে গ্রামের পানীয় জলের সমস্যা দূর হয়। সেই সঙ্গে তৃণমূল পরিচালিত হজরতপুর পঞ্চায়েতকে বলব তাদের শুভবুদ্ধির উদয় হোক। তাঁরা যদি পঞ্চায়েত পরিচালনা করতে বা মানুষের ন্যূনতম সমস্যার সমাধান করতে না পারে তাহলে সধারণ মানুষের হাতে ছেড়ে দেওয়া হোক। সাধারণ মানুষ পঞ্চায়েত পরিচালনা করবে।”
পঞ্চায়েত প্রধান ফুলমনি রুইদাস বলেন, “আমাদের কাছে কেউ অভিযোগ জানায়নি। অভিযোগ পাওয়া মাত্র আমরা টিউবওয়েল সারাই করি। আর ভোট না দেওয়ায় টিউবওয়েল সারাই করা হচ্ছে না অভিযোগ ঠিক নয়।”