বৃহস্পতিবারের পর শুক্রবার রেকর্ড সংক্রমণ হল পশ্চিমবঙ্গে (West Bengal)। পাশাপাশি এদিন কলকাতাতেও মৃত্যু হয়েছে রেকর্ড সংখ্যক মানুষের। গত ২৪ ঘন্টায় নতুন করে রাজ্যে আক্রান্ত হয়েছেন ২৪৯৬ জন। একদিনে নতুন করে রাজ্যে মৃত্যু হয়েছে ৪৫ জনের। যদিও গত ২৪ ঘন্টায় করোনা মুক্ত হয়ে বাড়ি ফিরেছেন ২১১৮জন। অতএব রাজ্যে এখন সক্রিয় চিকিৎসাধীন, করোনা আক্রান্তের সংখ্যা ২০, ২৩৩জন। এই পর্যন্ত রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭০,১৮৮জন। রাজ্যে মোট করণা মুক্ত হয়েছেন ৪৬,২৫৬জন। রাজ্যে করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ১৫৮১জনের। ২৪ ঘন্টায় রাজ্যে সুস্থতার হার বেড়ে দাঁড়িয়েছে ৬৮.৯২শতাংশ। এদিন রাজ্য স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী জানানো হয়েছে এমনটাই। এদিকে গত ২৪ ঘণ্টায় কলকাতা থেকে ৬৭০টি নতুন কেস পাওয়া যাওয়ায় শহরে মোট কেস বেড়ে দাঁড়িয়েছে ২১,৬৩৯। গত ২৪ ঘণ্টায় ৬৯৮জন সুস্থ হয়ে উঠছেন । তাই এখন সুস্থ হওয়ার সংখ্যা মোট ১৪,৫০৬জন।
পর্যন্ত কলকাতায় মোট ৭৬০জন মারা গেছে করোনা আক্রান্ত হয়ে। এদিকে করোনা আক্রান্ত হয়ে কলকাতায় গত ২৪ ঘণ্টায় ২১জনের মৃত্যু হয়েছে। তাই এখনও বর্তমানে কলকাতায় করোনা আক্রান্ত সক্রিয় চিকিৎসাধীন রয়েছেন ৬৩৭৩জন। বাকি মৃতদের মধ্যে একজন আলিপুরদুয়ার, একজন মালদা,দুইজন মুর্শিদাবাদ, একজন নদীয়া,দুজন হাওরা, দুজন হুগলি, ১৩ জন উত্তর ২৪ পরগনা, তিনজন দক্ষিণ ২৪ পরগনার বাসিন্দা। এদিনের বুলেটিনে আরও জানানো হয়েছে, গত ২৪ ঘন্টায় রাজ্যে ১৯হাজার ৩টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এই পর্যন্ত রাজ্যে মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ৮লাখ ৯৩হাজার ৪০০টি। এখন রাজ্যে ৫৭টি ল্যাবরেটরীতে নমুনা পরীক্ষা করা হচ্ছে। এখনও পর্যন্ত এই পরিস্থিতি তে রাজ্যে এখন ৫৮২টি সরকারি একান্ত বাস রয়েছেন ৩হাজার ৩১৫জন। সরকারি একান্তবাস থেকে ছুটি পেয়েছেন, ১লাখ ৫হাজার ১৩১জন। এখন বাড়িতে একান্তবাসে রয়েছেন ৩২হাজার ২৭২জন। হোম কোয়ারেন্টিনে নজর দারি শেষ হয়েছে, ৩লাখ ৭৬হাজার ১৯২জন। নতুন করে রাজ্যে শুরু হয়েছে ‘ সেফ হোম’ – এ রাখার প্রক্রিয়া। রাজ্যে ১০৬টি সেফ হোমে ৬ হাজার ৯০৮টি শয্যা রয়েছে। সেখানে রয়েছেন ১৫০৫জন সামান্য উপসর্গ যুক্ত ব্যক্তি।