দেশের বিভিন্ন প্রান্তে করোনার বাড়বাড়ন্ত উদ্বেগ বাড়াচ্ছে। প্রত্যেক দিন বাড়ছে নতুন করে আক্রান্তের সংখ্যা। এমন পরিস্থিতিতে গুজরাট, মহারাষ্ট্র, দিল্লি, অসম সরকারের কাছে করোনা পরিস্থিতির স্টেটাস রিপোর্ট চেয়ে পাঠাল দেশের শীর্ষ আদালত সুপ্রিমকোর্ট। শীতকালে আগামী কয়েক মাস এই রাজ্যগুলি করোনা মোকাবিলা রোধে কি ধরনের পদক্ষেপ গ্রহণ করেছে তা আদালতকে জানাতে হবে। নতুন করে করোনা পরিস্থিতি মোকাবিলা করতে না পারার জন্য গুজরাট এবং দিল্লি সরকারকে তীব্র ভৎসনা করেছে সুপ্রিমকোর্ট।
বিচারপতি অশোক ভূষণ নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চ রাজ্যগুলিকে উদ্দেশ্য করে জানিয়েছে, করোনা প্রতিরোধে কি পদক্ষেপ নেওয়া হয়েছে, আরো কি সতর্কতামূলক পদক্ষেপ নেওয়া হবে, কেন্দ্রের তরফে কেমন সাহায্য প্রত্যাশী রাজ্যগুলি তা সবকিছুই স্ট্যাটাস রিপোর্টে উল্লেখ করতে হবে। আদালতের তরফে আরও জানানো হয়েছে নভেম্বরে বিগত দুই সপ্তাহে পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে। কেন্দ্রের আইনজীবী সলিসিটর জেনারেল তুষার মেহেতা আদালতকে বলেন, দিল্লির করোনা পরিস্থিতি নিয়ে একাধিক পদক্ষেপ গ্রহণ করেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। করোনা পরিস্থিতির ভয়াবহতার মধ্যেও কি করে দিল্লি, মহারাষ্ট্র এবং গুজরাটের মতন রাজ্যগুলি বিয়ে এবং জনসমাগমে ছাড় দিলো তা নিয়ে বিস্ময় প্রকাশ করেছে আদালত। করোনায় নিহতদের মৃতদেহগুলিকে সঠিকভাবে শেষকৃত্য সম্পন্ন না করার জন্য দিল্লি সরকারকে ভৎসনা করেছে আদালত। দিল্লির সরকারের হয়ে অতিরিক্ত সলিসিটর জেনারেল সঞ্জয় জৈন আদালতকে বলেন এখনও পর্যন্ত পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। শহরজুড়ে ৩৮০টি জায়গায় নির্ণয় করা হয়েছে যেখানে শেষকৃত্য সম্পন্ন করা হবে। অসমে পর্যাপ্ত পরিমাণে হাসপাতাল শয্যা নেই বলে উদ্বেগ প্রকাশ করেছে আদালত।
2020-11-23