আজ ২ অক্টোবর, শনিবার। জাতির জনক মহাত্মা গান্ধীর ১৫২ তম জন্মবার্ষিকী পালন করছে সারা দেশ। বিশ্বজুড়ে যে ‘মহাত্মা’ (M-র জন্মজয়ন্তী পালন হচ্ছে, আরামবাগে তাঁর আবক্ষ মূর্তি পড়ে রইল অনাদরে, ত্রিপল বন্দি হয়ে। এদিনই বন্যা পরিস্থিতি দেখতে এসেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাাধ্যায় (CM Mamata Banerjee)। স্থানীয়দের একাংশের মন্তব্য, মুখ্যন্ত্রীও উদ্বোধন করে একটা পুষ্পস্তবক দিয়ে যেতে পারতেন গান্ধী মূর্তিতে। কিন্তু তাঁকেও তো খবর দেওয়া হয়নি।
আরামবাগের বসন্তপুর মোড়। আজ, ২ অক্টোবর ঘটা করে আরামবাগ বসন্তপুর মোড়ের গান্ধী মূর্তি বসিয়ে নামকরণের কথা ছিল। আরামবাগ পুরসভার পক্ষ থেকে এই মূর্তিটি বসানো হয়েছিল। আরামবাগ বসন্তপুর মোড়ের নাম পাল্টে গান্ধী মোড় নামকরণও প্রায় চূড়ান্ত ছিল। কিন্তু সেসব বেমালুম ভুলে গেল পুরসভা। জন্মজয়ন্তীতে মহাত্মা গান্ধীর আবক্ষ মূর্তি সারাদিন পড়ে রইল প্লাস্টিক মোড়া হয়ে। জুটল না শ্রদ্ধার্ঘ্য মালা। শহরে মুখ্যমন্ত্রীর আগমনের দিন গান্ধীজির মূর্তি ব্রাত্য হয়ে পড়ে রইল।
এদিন বন্যা পরিস্থিতি দেখতে মুখ্যমন্ত্রী মমতা আরামবাগে আসেন। তাই সমস্ত প্রশাসক মণ্ডলীর সদস্য থেকে শাসকদলের নেতাকর্মি, সারাদিন সবাই তাই নিয়ে ব্যস্ত ছিলেন। কিন্তু মুখ্যমন্ত্রীর সফরের জেরে বেমালুম তাঁরা ভুলে গেলেন আজ ২ অক্টোবর, গান্ধীজয়ন্তী। আজই ঠিক ছিল গান্ধী মূর্তির উন্মোচন অনুষ্ঠান হবে। এদিন সন্ধ্যা পর্যন্ত গান্ধীজির গলায় মালা জুটল না। যদিও আরামবাগ পৌরসভার পুর প্রশাসক স্বপন নন্দী জানান, বন্যা পরিস্থিতির জন্য উদ্বোধন করা সম্ভব হয়নি। মনে তাঁদের ছিলই।
এদিকে এনিয়ে তীব্র প্রতিক্রিয়া দিয়েছেন স্থানীয়রা। স্থানীয় বাসিন্দা ছবি পাল, সঞ্জয় মণ্ডলদের কথায়, আজকের দিনে সন্ধ্যা পর্যন্ত কেউ গান্ধীজির গলায় মালা দিল না! সারাদিন ত্রিপল মোড়া হয়ে ঢাকা রইল গান্ধী মূর্তি! এটা আজকের দিনে লজ্জার। আজকে তো দিদিও উদ্বোধন করে দিতে পারতেন। আবার নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যবসায়ী কটাক্ষ করে বললেন, “আগে পুরসভার দিকে নজর দেওয়া হোক। পরে মূর্তি বসানো হবে। ঘটা করে উদ্বোধন করা হবে। জল নিকাশি ঠিকঠাক নেই আরামবাগ শহরে আর নিত্যনতুন শুধু নামকরণই তো হচ্ছে!” কেন আজ গান্ধী মূর্তি সারাদিন ত্রিপল ঢাকা হয়ে পড়ে রইল সেই নিয়ে শহর জুড়ে তোলপাড় শুরু হয়েছে। যদিও পুরসভার তরফে আর কেউ বিশেষ কথা বলতে নারাজ এ বিষয়ে।
মোহনদাস করমচাঁদ গান্ধী (Mohandas Karamchand Gandhi)। ১৮৬৯ সালের ২ অক্টোবর গুজরাটের পোরবন্দরে জন্মগ্রহণ করেন। ভারতের স্বাধীনতা সংগ্রামে তাঁর অসামান্য অবদান। তাঁর দেখানো অহিংসার পথকে সম্মান জানাতে প্রতি বছর তাঁর জন্মদিন ‘আন্তর্জাতিক অহিংস দিবস’ হিসাবে পালিত হয়। কিন্তু তাঁর মূর্তি আরামবাগেে আজ পড়ে রইল অনাদরে।