করোনাভাইরাসের প্রকোপের জন্য প্রায় ১১ মাস বন্ধ থাকার পর রাজধানী দিল্লিতে খুলে গেল স্কুল। তবে, আপাতত দশম ও দ্বাদশ শ্রেণীর ক্লাসই চলবে স্কুলগুলিতে। প্র্যাক্টিক্যাল, প্রজেক্ট এবং কাউন্সেলিংয়ের জন্য স্কুলগুলিকে খোলার অনুমতি দিয়েছে অরবিন্দ কেজরিওয়াল সরকার। সোমবার সকাল থেকেই দিল্লিতে সমস্ত সরকারি, সরকারি সাহায্যপ্রাপ্ত এবং সাহায্যপ্রাপ্ত নয় এমন সমস্ত স্কুল খুলে গিয়েছে। তবে এই মুহূর্তে স্কুলে ছাত্র-ছাত্রীদের হাজিরার বিষয়টি ঐচ্ছিক হিসেবে রাখা হচ্ছে। যদি অভিভাবকরা চান, তা হলেই স্কুলে আসতে পারবে ছাত্র-ছাত্রীরা।
স্কুল খুলে গেলেও, কোভিড বিধি মেনে ক্লাস করানোর নির্দেশ দেওয়া হয়েছে সমস্ত স্কুলকে। পড়ুয়ারাও সতর্ক রয়েছে। এদিন সকালে একজন ছাত্র জানিয়েছে, ‘আমরা সামাজিক দূরত্ববিধি মেনে চলবে। সর্বদা সঙ্গে মাস্ক ও স্যানিটাইজার রাখব।’ হারকোর্ট বাটলার সিনিয়র সেকেন্ডারি স্কুলের প্রিন্সিপাল নীরা রাও জানিয়েছেন, ‘ক্লাসরুমে যেভাবে পঠনপাঠন হয়, অনলাইন ক্লাসে তেমনটা সম্ভব নয়। সিলেবাস কমানো হলেও, বোর্ড পরীক্ষা এগিয়ে আসছে। স্কুল খুলে যাওয়ায় ছাত্র-ছাত্রীদের আমরা সাহায্য করতে পারব।”
2021-01-18