জগদীপ ধনখড় আর পশ্চিমবঙ্গের রাজ্যপাল নন। এখন তিনি দেশের উপরাষ্ট্রপতি। তবে বাংলাকে ভুলতে পারেননি এখনও। মোমিনপুরের হিংসায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ফের রাজ্যকে দুষলেন ধনখড়। তিনি বলেন, ‘যখন শাসকের শাসন আইনের শাসনকে ছাপিয়ে যায়, তখন বিশ্বের যে কোনও প্রান্তেই এই ধরনের খারাপ পরিস্থিতির সৃষ্টি হবে’।
বুধবার রাজধানী দিল্লিতে জাতীয় মানবাধিকার কমিশনের তরফে আয়োজিত এক অনুষ্ঠানে ভাষণ দেন উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়। সেই সময় তিনি বলেন, ‘আমি তিনবছর বাংলার রাজ্যপাল ছিলাম। আমি যখন পশ্চিমবঙ্গের রাজ্যপাল ছিলাম তখন জাতীয় মানবাধিকার কমিশন একটি রিপোর্ট পেশ করেছিল রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে। রিপোর্টের প্রথম বাক্যটা আমি কোনওদিনও ভুলব না। সেই রিপোর্টে বলা হয়েছিল, বাংলায় আইনের শাসন চলে না। শাসকের আইন চলে।’
পশ্চিমবঙ্গের দিকে এখনও যে তাঁর কড়া নজর রয়েছে, তার প্রমাণ মিলল উপ-রাষ্ট্রপতি জগদীপ ধনখড়ের বক্তব্যেই। বুধবার তিনি রাজ্যের আইন-শৃঙ্খলা পরিস্থিতির ক্রমাগত অবনতি হচ্ছে, এ কথা উল্লেখ করেন ওঁই অনুষ্ঠানে। সাম্প্রদায়িক ও রাজনৈতিক দাঙ্গা ক্রমশ বাড়ছে বলেও অভিযোগ করেন তিনি। এই পরিস্থিতিই চলতে থাকলে শুধু রাজ্য নয়, দেশ, গোটা বিশ্বেও এর প্রভাব পড়বে বলে তিনি জানান।