চলতি বছরে করোনা মহামারীর কারণে পরীক্ষা নেওয়া সম্ভব হয়নি উচ্চমাধ্যমিকের। আর সেক্ষেত্রে একাদশ শ্রেণির নম্বর স্কুলগুলিতে পাঠাতে বলেছিলেন উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের আধিকারিকরা। তার ওপর ভিত্তি করেই আগামী ২২ শে জুলাই, বৃহস্পতিবার দুপুর তিনটে নাগাদ চলতি বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল প্রকাশিত হবে। প্রসঙ্গত, কোনওরকম পরীক্ষা না দিয়েই পরীক্ষার ফলাফল প্রকাশিত হওয়ার নজির এই প্রথম।
মঙ্গলবার বিজ্ঞপ্তি জারি করে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ জানিয়েছে, ওই দিনই বিকেল চারটে থেকে ওয়েবসাইট, এসএমএস, মোবাইল অ্যাপের মাধ্যমে পরীক্ষার ফল জানতে পারবেন ছাত্রছাত্রীরা৷ পরের দিন ২৩ জুলাই সকাল ১১টা থেকে মার্কশিট ও অন্যান্য শংসাপত্র সংগ্রহ করা যাবে।
যে ওয়েবসাইটগুলি থেকে ফল জানা যাবে–
https://www.results.shiksha/
http://wbresults.nic.in/
https://www.exametc.com
https://www.westbengal.shiksha
https://www.indiaresults.com
https://www.jagranjosh.com
অথবা এমএমএস করা যাবে- WB12 space