গত শনিবার বিহারে শেষ হয়েছে বিধানসভা নির্বাচনের ভোটগ্রহণ। এবার ভোটগণনার অপেক্ষা। ভাগ্য জানা যাবে ৩,৭৫৫ জন প্রার্থীর। মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল আটটা থেকে শুরু হবে ভোটগণনা, প্রথমেই পোস্টাল ব্যালট গণনা হবে। তারপরই ইভিএম-এর ভোট গণনা হবে। ভোটগণনার জন্য পর্যাপ্ত ব্যবস্থা করেছে নির্বাচন কমিশন। বিহারের মুখ্য নির্বাচন কমিশনার এইচ আর শ্রীনিবাস জানিয়েছেন, রাজ্যে আইন-শৃঙ্খলা পরিস্থিতির জন্য ৫৯ কোম্পানি আধা-সামরিক বাহিনী মোতায়েন করা হয়েছে। সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য ৫৫টি গণনা কেন্দ্রে ভোটগণনা হবে।
বিহারে এবার তিন-দফায় বিধানসভা নির্বাচনের ভোটগ্রহণ হয়েছে। গত ২৮ অক্টোবর প্রথম দফার ভোটগ্রহণ হয়েছে, দ্বিতীয় ও তৃতীয় দফার ভোটগ্রহণ হয়েছে যথাক্রমে ৩ এবং ৭ নভেম্বর। ২৪৩ সদস্যের বিহার বিধানসভায় ৩৮টি আসন তফসিলি জাতি এবং তফসিলি উপজাতির জন্য সংরক্ষিত। আগামী ২৯ নভেম্বর শেষ হচ্ছে বিহারের বর্তমান বিধানসভার মেয়াদ। গত ২৮ অক্টোবর প্রথম দফায় বিহারের ১৬টি জেলার (উগ্র-বাম অধ্যুষিত জেলাগুলিতেও) ৭১টি বিধানসভা আসনে হয়েছে ভোটগ্রহণ। দ্বিতীয় দফায়, ৩ নভেম্বর ১৭টি জেলার ৯৪টি বিধানসভা আসনে হয়েছে ভোটগ্রহণ। তৃতীয় দফায়, ৭ নভেম্বর ১৫টি জেলার ৭৮টি বিধানসভা আসনে হয়েছে ভোটগ্রহণ।
2020-11-09