রেপো রেট পুনরায় অপরিবর্তিত রাখল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (আরবিআই), অপরিবর্তিত রাখা হয়েছে রিভার্স রেপো রেটও। এই নিয়ে টানা পাঁচ-বার পলিসি রেট স্থিতিশীল অবস্থায় রাখল আরবিআই। অপরিবর্তিত থাকার পর বর্তমানে রেপো রেট ৪ শতাংশ এবং রিভার্স রেপো রেট ৩.৩৫ শতাংশ। বুধবার আরবিআই গভর্নর শক্তিকান্ত দাস জানিয়েছেন, সুবিধাজনক অবস্থান বজায় রাখার জন্য রেপো রেট ৪ শতাংশে অপরিবর্তিত রাখা হয়েছে।
একইসঙ্গে আরবিআই গভর্নর জানিয়েছেন, কোভিড সংক্রমণের সাম্প্রতিক বৃদ্ধি অর্থনীতিকে চাঙ্গা (ইকোনমিক গ্রোথ রিকোভারি) করার ক্ষেত্রে অনিশ্চয়তা তৈরি করেছে। পর্যাপ্ত লিকুইডিটির সঙ্গে মার্কেটকে সাপোর্ট করবে আরবিআই। আরবিআই গভর্নর শক্তিকান্ত দাস আরও জানিয়েছেন, “২০২১-২২ অর্থবর্ষের জন্য প্রকৃত জিডিপি গ্রোথ ১০.৫ শতাংশ ধরা হয়েছে।” ভারতীয় অর্থনীতিকে চাঙ্গা করার জন্য আরবিআই ক্রমাগত ব্যবস্থা নিতে থাকবে, সে কথাও জানিয়েছেন শক্তিকান্ত দাস।
2021-04-07