শনিবারের পর রবিবারও ফের একবার আক্রান্ত ও মৃত্যুর নিরিখে একদিনে ফের রেকর্ড গড়ল পশ্চিমবঙ্গ (West Bengal)। একদিনে রাজ্যে গতকালের তুলনায় অতিরিক্ত ১৫০ আক্রান্ত হয়েছেন। শনিবার যেখানে একদিনে আক্রান্তের সংখ্যা ছিল ২৫৮৯ জন। গত ২৪ ঘণ্টায় তা বেড়ে দাঁড়িয়েছে ২৭৩৯ জনে। পাশাপাশি এদিন রাজ্যে মৃত্যুও হয়েছে সর্বোচ্চ। নতুন করে ৪৯ জন মারা গেছেন করোনা আক্রান্ত হয়ে। গতকাল মৃতের সংখ্যা ছিল ৪৮। আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা দুটোই এযাবত সর্বাধিক। এদিকে ২২১৩ জন গত ২৪ ঘন্টায় সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। অতএব রাজ্যে এখন সক্রিয় চিকিৎসাধীন, করোনা আক্রান্তের সংখ্যা ২১, ১০৮জন। এই পর্যন্ত রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭৫,৫১৬জন। রাজ্যে মোট করোনা মুক্ত হয়েছেন ৫২,৭৩০জন। রাজ্যে করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ১৬৭৮জনের। ২৪ ঘন্টায় রাজ্যে সুস্থতার হার বেড়ে দাঁড়িয়েছে ৬৯.৪৩ শতাংশ।  এদিন রাজ্য স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী জানানো হয়েছে এমনটাই।

এদিকে গত ২৪ ঘণ্টায় কলকাতা থেকে ৭০৯টি নতুন কেস পাওয়া যাওয়ায় শহরে মোট কেস বেড়ে দাঁড়িয়েছে ২৩,০৬২। গত ২৪ ঘণ্টায় ৫৭৭জন সুস্থ হয়ে উঠছেন । তাই এখন সুস্থ হওয়ার সংখ্যা মোট ১৫,৬৬৬জন। এদিকে করোনা আক্রান্ত হয়ে কলকাতায় গত ২৪ ঘণ্টায় ২০জনের মৃত্যু হয়েছে। তাই এখনও পর্যন্ত কলকাতায় মোট ৭৯৯জন মারা গেছে করোনা আক্রান্ত হয়ে। বর্তমানে কলকাতায় করোনা আক্রান্ত সক্রিয় চিকিৎসাধীন রয়েছেন ৬৫৯৭জন। বাকি মৃতদের মধ্যে একজন দার্জিলিং, দুজন মালদা, একজন পশ্চিম মেদিনীপুর, দুজন পশ্চিম বর্ধমান, সাতজন হাওরা, ১৪ জন উত্তর ২৪ পরগনা, দুজন দক্ষিণ ২৪ পরগনার বাসিন্দা।  এদিনের বুলেটিনে আরও জানানো হয়েছে, গত ২৪ ঘন্টায় রাজ্যে ২১হাজার ৭২টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এই পর্যন্ত রাজ্যে মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ৯লাখ ৩৪হাজার ৫৩৭টি। এখন রাজ্যে ৫৭টি ল্যাবরেটরীতে নমুনা পরীক্ষা করা হচ্ছে। এখনও পর্যন্ত এই পরিস্থিতিতে রাজ্যে এখন ৫৮২টি সরকারি একান্তবাস রয়েছেন ৩হাজার ১৭৮জন। সরকারি একান্তবাস থেকে ছুটি পেয়েছেন, ১লাখ ৫হাজার ৫৯২জন। এখন বাড়িতে একান্তবাসে রয়েছেন ৩৩হাজার ৪৭৯জন। হোম কোয়ারেন্টিনে নজর দারি শেষ হয়েছে, ৩লাখ ৮৩হাজার ৪৫৮জন। নতুন করে রাজ্যে শুরু হয়েছে ‘ সেফ হোম’ – এ রাখার প্রক্রিয়া। রাজ্যে ১০৬টি সেফ হোমে ৬ হাজার ৯০৮টি শয্যা রয়েছে। সেখানে রয়েছেন ১৫৬৫জন সামান্য উপসর্গ যুক্ত ব্যক্তি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.