শনিবার ২৩ জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মবার্ষিকী। দেশ নায়কের জন্মবার্ষিকী উপলক্ষে এদিন কলকাতায় আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তবে কলকাতায় আসার আগে নেতাজি সুভাষচন্দ্র বসুকে শ্রদ্ধা জানিয়ে টুইট করলেন প্রধানমন্ত্রী।নেতাজিকে শ্রদ্ধা জানিয়ে টুইট করে মোদী লেখেন, ‘ পশ্চিমবঙ্গের প্রিয় ভাই ও বোনেরা, পরাক্রম দিবসের এই শুভ দিনটিতে আপনাদের মধ্যে আসতে পেরে নিজেকে ধন্য মনে করছি। কলকাতায় এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে আমরা বীর-কেশরী সুভাষচন্দ্র বসুকে শ্রদ্ধার্ঘ্য জানাব’।এরপর অন্য একটি ট্যুইটে প্রধানমন্ত্রী লেখেন, ‘মহান স্বাধীনতা সংগ্রামী ও ভারতমাতার সন্তান প্রকৃত যোদ্ধা সুভাষচন্দ্র বসুর জন্মবার্ষিকীতে শতকোটি অভিবাদন’।
উল্লেখ্য, কিছুদিন আগেই কেন্দ্রীয় সরকারের তরফে ২৩ জানুয়ারি দিনটি দেশনায়ক নেতাজি সুভাষ চন্দ্র বসুর জন্মদিন উপলক্ষে পরাক্রম দিবস হিসেবে পালন করার কথা জানানো হয়েছিল। আর এবার নেতাজির ১২৫তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে বিশেষ অনুষ্ঠানে যোগ দিতে কলকাতায় আসছেন প্রধানমন্ত্রী। এদিন কলকাতায় এসে ভিক্টোরিয়া মেমোরিয়ালে ২টি গ্যালারির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। জানা গিয়েছে সেইঅনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও। এদিন দু’টি অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা তাঁর। সূত্রের খবর, এদিন দুপুর সাড়ে তিনটেয় বিমানে কলকাতা পৌঁছাবেন প্রধানমন্ত্রী। সেখান থেকে হেলিকপ্টারে করে যাবেন রেস কোর্সে। রেস কোর্স থেকে যাবেন ন্যাশনাল লাইব্রেরিতে। জাতীয় গ্রন্থাগারে নেতাজিকে নিয়ে একটি অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা নরেন্দ্র মোদীর।বিকেল ৪টে ২৮-এ প্রধানমন্ত্রীর ভিক্টোরিয়া মেমোরিয়ালে পৌছনোর কথা। সেখানে নির্ভীক সুভাষ নামে স্থায়ী একটি গ্যালারির উদ্বোধন করবেন মোদী। পাশাপাশি, অন্যান্য বিপ্লবীদের নিয়ে বিপ্লবী ভারত নামে আর একটি গ্যালারিরও উদ্বোধন করবেন নরেন্দ্র মোদী। সাধারণ মানুষের জন্য আগামীকাল ২৪ তারিখ থেকে গ্যালারি ২টি খুলে দেওয়া হবে ।ভিক্টোরিয়া মেমোরিয়ালে দেড় ঘণ্টা থাকার কথা প্রধানমন্ত্রীর। এরপর বিকেলে ৫টা ৪৬-এ ভাষণ দেবেন তিনি। এদিন ভিক্টোরিয়ায় আয়োজন করা হয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠানেরও।সেই অনুষ্ঠানে অংশ নেবেন ঊষা উত্থুপ, পাপন, সৌরেন্দ্র-সৌম্যজিত্ সহ বহু শিল্পী। এমনকি নেতাজির জন্মবার্ষিকী উপলক্ষ্যে ১২৫টি স্কুলের পড়ুয়ারা অনুষ্ঠানে অংশ নেবে
2021-01-23