রাষ্ট্রপতি নির্বাচনে লড়ার জন্য তৃণমূল থেকে পদত্যাগ করেছিলেন। আপাতত রাষ্ট্রপতি নির্বাচন শেষ। কিন্তু আর তৃণমূলে যোগ দেবেন না রাষ্ট্রপতি পদে পরাজিত প্রার্থী যশবন্ত সিনহা। রবিবার সাংবাদিকদের একথা জানিয়ে দেন তিনি। তবে যশবন্ত কেন তৃণমূলে যোগ দিতে চাইছেন না, তা খোলসা করেননি। বরং ইঙ্গিতে জানিয়েছেন, তাঁর তৈরি করা রাষ্ট্রীয় মঞ্চতেই ফের তাঁকে সক্রিয় হতে দেখা যাবে।
গত বছর মার্চ মাসে তৃণমূলে যোগ দিয়েছিলেন যশবন্ত। দলের জাতীয় সহ সভাপতিও হন। পরপর তিন জন রাষ্ট্রপতি পদে প্রার্থী হওয়ার প্রস্তাব ফিরিয়ে দেওয়ার পরে বিরোধী পক্ষ থেকে যশবন্তকে চূড়ান্ত করা হয়। সাংবাদিক সম্মেলনে তিনি জানিয়েছিলেন, ‘বৃহত্তর কারণে’ তিনি তৃণমূল ছাড়ছেন। তিনি হেরে যাওয়ার পরে রাজনৈতিক মহলে জল্পনা শুরু হয়, তা হলে কি যশবন্ত আবার তৃণমূলে ফিরবেন? আজ সেই সম্ভাবনা আপাতত নাকচ করে দিয়েছেনযশবন্ত নিজেই।
তবে তৃণমূলে না ফিরলেও মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন যশবন্ত। তিনি বলেন, ‘আমি বাংলায় একবারও প্রচারে যাইনি। অথচ বাংলা থেকেই সবচেয়ে বেশি ভোট পেয়েছি। মমতা আমাকে আশ্বস্ত করে বলেছিলেন, অন্য রাজ্যগুলোতে বেশি মনোযোগ দিতে,