দুঃস্থ মেধাবী পড়ুয়াদের পড়াশোনার জন্য ‘দীপ্তি’ বৃত্তি চালু করছে রুবি জেনারেল হাসপাতাল। নতুন বিভাগ চালুর পাশাপাশি চিকিৎসায় নতুন কোর্সও শুরু হতে চলেছে।
একাদশ ও দ্বাদশ শ্রেণিতে পড়ার সময় দু বছরে মোট ৭৫ হাজার টাকা প্রতি পড়ুয়াকে বৃত্তি দেওয়া হবে। এ বছর যারা মাধ্যমিক পরিক্ষায় বসেছে তারা পাশ করার পর এই বৃত্তির জন্য আবেদন করতে পারবে। প্রতি বছর ২০ জন ছাত্রছাত্রীকে এই সাহায্য করা হবে জানানো হয়েছে।
বার্ষিক ১৫ লক্ষ টাকা বরাদ্দ করে ‘দীপ্তি’ বৃত্তি চালুর কথা জানালেন ২৫ বছরের পুরানো সংস্থার প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এবং ম্যানেজিং ডিরেক্টর ডাঃ কমলকুমার দত্ত। তিনি বলেন ‘আমি চাই না আর্থিক অভাবে কোনও মেধাবীর পড়াশোনা থমকে যাক।’
নতুন বিষয়ে ডিএনবি, ডিপ্লোমা, নার্সিং কোর্স, সার্টিফিকেট এবং প্যারামেডিক্যাল কোর্স চালু হচ্ছে রুবি হাসপাতালে। হাসপাতালে অধিকর্তা জানান বেড বাড়ানো এবং অঙ্গ প্রতিস্থাপন এবং বোন ম্যারো ট্রান্সপ্ল্যান্ট ইউনিট তৈরি করা হবে। হাসপাতালের ওয়েবসাইটেই যাবতীয় তথ্য পাওয়া যাবে।