রাজ্যে যে হিংসাত্মক পরিস্থিতি চলছে এটা এক প্রকার রাষ্ট্রদ্রোহিতা। এর কোনো কারণ নেই। কারোর কোনো ক্ষতি হয়নি, কারোর অধিকার ছিনিয়ে নেওয়া হয়নি। যারা উদ্বাস্তু মানুষ, বাধ্য হয়ে এসেছেন তাদের নাগরিকত্ব দিতে হবে। এতে কারও কি আপত্তি থাকতে পারে? সুতরাং এটা যারা করছেন ভোটের স্বার্থে এই দেশদ্রোহিতা করছেন যারা বাংলাদেশ থেকে এখানে এসে মুখোশ পড়ে বসে আছে। সব থেকে বড় দোষ রাজ্য সরকারের। যারা এটা করতে দিয়েছে চারদিন ধরে। যারা আমাদের ভয় দেখাচ্ছে। আমি বাংলার মানুষকে বলবো আপনারা সাবধান হোন, পশ্চিমবঙ্গকে পশ্চিম বাংলাদেশ বানানোর চক্রান্ত চলছে। এ ব্যাপারে সবাই সাবধান হোন। বুধবার নদিয়ার দেবগ্রামে এসে এই ভাষাতেই রাজ্য সরকারকে আক্রমণ করলেন দিলীপ ঘোষ।
পাশাপাশি তিনি এও বলেন, পূর্ব পরিকল্পিত ভাবে রেলের সম্পত্তি ধ্বংস করা হয়েছে। আর যারা রাষ্ট্রীয় সম্পত্তি নষ্ট করছে তারা আমাদের রাষ্ট্রের কেউ নয়। তাদের কঠিন হাতে দমন করা উচিত, কিন্তু রাজ্যের টিএমসি সরকার তা করছে না। উল্টে তাদের বাড়তে দিচ্ছে, কারণ ভোটব্যাংক বাড়াতে হবে। মানুষকে বোঝাতে বিজেপি পথে নামছে বলেও এদিন জানান তিনি। তিনি বলেন, আজ থেকে বিভিন্ন মন্ডলে সভা করা হবে। দরকার পড়লে লিফলেট ছাপিয়ে মানুষের বাড়ি বাড়ি গিয়ে বোঝানো হবে।