৩ দিনের রাজ্য সফরে এসে বাংলায় নির্বাচনী উত্তাপ বাড়িয়ে দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তথা বিজেপির শীর্ষ নেতা অমিত শাহ। বাংলার জনগণ আসন্ন বিধানসভা নির্বাচনের জন্য উদগ্রীব হয়ে রয়েছেন বলে দাবি অমিত শাহের। জনগণ এরাজ্যে রাজনৈতিক পরিবর্তনের জন্য অপেক্ষা করছেন বলেও এদিন মন্তব্য করেছেন বিজেপির প্রাক্তন সর্বভারতীয় সভাপতি।
বৃহস্পতিবার বাঁকুড়া দিয়ে রাজ্য সফর শুরু করেন অমিত শাহ। এদিন বাঁকুড়া রবীন্দ্রভবনে প্রথমে দলীয় নেতাদের সঙ্গে কিছুক্ষণ বৈঠক সারেন শাহ। তারপর নির্ধারিত সূচি মেনে পৌঁছে যান চতুরডিহি গ্রামের বিভীষণ হাঁসদার বাড়িতে।
আদিবাসী এই পরিবারে এদিন মধ্যাহ্নভোজ সারেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। অমিত শাহকে ধামসা, মাদল মাজিয়ে স্বাগত জানায় স্থানীয় আদিবাসী সমাজ। শাঁখ বাজিয়ে, উলু দিয়ে অভ্যর্থনা জানানো হয় বিজেপির অন্যতম এই শীর্ষ নেতাকে।
চতুরডিহি গ্রামের বিভীষণ হাঁসদার বাড়িতে পৌঁছে কিছুক্ষণ খাটিয়ার উপর বিশ্রাম নিতে দেখা যায় অমিত শাহকে। এলাকার বেশ কয়েকজনের সঙ্গে কথা বলেন অমিত শাহ। গোটা এলাকার পরিস্থিতি সম্পর্কেও খোঁজ-খবর নেন তিনি। অমিত শাহকে কাছে পেয়ে এলাকার নানা সমস্যার কথা জানান স্থানীয় বাসিন্দাদের অনেকে।
পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে তোপ দাগেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, ‘‘আজ আমি কেবল বিজেপির সাংগঠনিক সভায় যাচ্ছিলাম। তবে আমি এখানে যে ধরনের পরিবেশ দেখেছি, সেখান থেকে আমি অনুভব করি যে, বাংলার মানুষ নির্বাচন এবং পরিবর্তনের জন্য উদগ্রীব হয়ে রয়েছেন।’’