তৃতীয় ঢেউয়ের আগেই উদ্বেগ বাড়িয়েই তুলছে দেশের করোনা পরিসংখ্য়ান। স্বাস্থ্যমন্ত্রকের সাম্প্রতিকতম রিপোর্ট অনুযায়ী, দৈনিক সংক্রমণ সামান্য কমলেও মৃত্যু বাড়ল লাফিয়ে। গত ২৪ ঘণ্টায় দেশে করোনার বলি ৫৮৫জন। বৃহস্পতিবার তা ছিল পাঁচশোর কাছাকাছি। আর একদিনের সংক্রমিত হয়েছেন ৪০ হাজার ১২০ জন। বৃহস্পতিবার এই সংখ্যা ছিল ৪১ হাজারেরও বেশি।
কমেছে অ্যাকটিভ রোগীর সংখ্যা। এই মুহূর্তে তা ৩ লাখ ৮৫ হাজার ২২৭। চিন্তা আরও বাড়াচ্ছে কর্ণাটকে শিশুদের মধ্যে করোনা ভাইরাস সংক্রমণের হার। কর্ণাটকে গত ১০ দিনে ৫৪৩ জন কমবয়সী মহামারীতে আক্রান্ত হয়েছে বলে জানা যাচ্ছে। শুক্রবার স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, এই মুহূর্তে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা ৩ কোটি ২১ লক্ষ ১৭ হাজার ৮২৬ জন। সুস্থ হয়ে উঠেছেন ৩ কোটি ১৩ লক্ষ ২ হাজার ৩৪৫ জন। এই হার বেশ আশাব্যঞ্জক বলেই মনে করছে স্বাস্থ্যমহল। আর করোনার বলি মোট ৪ লক্ষ ৩০ হাজার ২৫৪। তবে গত ২৪ ঘণ্টায় মৃত্যুর হার বেশ খানিকটা বাড়ল, তা স্পষ্টত. তৃতীয় ঢেউ আসার আগেই যেভাবে বাড়ছে মৃত্যু,তাতে আতঙ্ক বাড়ছে বলা যায়.এদিকে শিশুদের সংক্রমণ বাড়ছে। এই মুহূর্তে কর্নাটকে শিশুরা বেশি সংক্রমণ হচ্ছে। এতে ক্রমশই কিন্তু চিন্তা বাড়ছে। এইভাবে সংক্রমনন বাড়তে উদ্বেগ বাড়াচ্ছে বেশখানিকটা।