রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা লাফিয়ে বাড়লেও সুস্থ হওয়ার হার অনেক বেশি। মঙ্গলবার নবান্নে এমনটাই দাবি করলেন স্বরাষ্ট্রসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় সহ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ১১০জন। মৃত্যু হয়েছে গত ২৪ঘন্টায় আরও ৮জনের। সুস্থ হয়ে গত ২৪ ঘণ্টায় বাড়ি গিয়েছেন ১১৩জন। অতএব রাজ্যে এখন সক্রিয় চিকিৎসাধীন করোনা আক্রান্তের সংখ্যা ১৩৬৩। মঙ্গলবার এমনটাই জানিয়েছেন স্বরাষ্ট্র সচিব আলাপন বন্দ্যোপাধ্যায়। এই পর্যন্ত রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২১৭৩ জন। রাজ্যে মোট করণা মুক্ত হয়েছেন ৬১২জন। রাজ্যে করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ১২৬জনের। অডিট কমিটির দেওয়া রিপোর্ট অনুযায়ী বাকি ৭২ জনের মৃত্যু হয়েছিল কো মর্বিডিটির জন্য। রাজ্যে করো নাই সুস্থ হয়ে ওঠার হার ২৮% বলে এদিন জানান স্বরাষ্ট্র সচিব। এদিন স্বরাষ্ট্র সচিবের দেওয়া পরিসংখ্যানের পর স্বাস্থ্য দফতরের তরফে বুলেটিনে জানানো হয়, গত ২৪ ঘন্টায় রাজ্যে ৫০০৭টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এই পর্যন্ত রাজ্যে মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ৫২হাজার ৬২২টি। এখনও পর্যন্ত এই পরিস্থিতি তে রাজ্যে এখন ৫৮২টি সরকারি একান্ত বাস রয়েছেন ৬হাজার ৯৭৮জন। সরকারি একান্ত বাস থেকে ছুটি পেয়েছেন, ২১ হাজার ২২জন। এখন বাড়িতে একান্ত বাসে রয়েছেন ২৪ হাজার ২৯৬জন। হোম কোয়ারেন্টিনে নজর দারি শেষ হয়েছে, ৬৮হাজার ১১৯জনের। এই পর্যন্ত এরমধ্যে কলকাতা থেকে পাওয়া গেছে ১০৪১টি কেস। তাদের মধ্যে ২৯২ জন সুস্থ হয়ে বাড়ি গেছেন। করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৮৩জনের। কলকাতায় কো- মর্বিডিটির জন্য মৃত্যু হয়েছে ৫২ জনের। বর্তমানে কলকাতায় করনা আক্রান্ত সক্রিয় চিকিৎসাধীন রয়েছেন ৬১৪ জন।
2020-05-12