রাজ্যে ইতিমধ্যে করোনা আক্রান্তের সংখ্যা চার হাজার ছাড়ালো। ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ১৯৩জন। গত ২৪ঘন্টায় ৫জনের মৃত্যু হয়েছে। সুস্থ হয়ে গত ২৪ ঘণ্টায় বাড়ি গিয়েছেন ৭২জন। অতএব রাজ্যে এখন সক্রিয় চিকিৎসাধীন, করোনা আক্রান্তের সংখ্যা ২২৪০। মঙ্গলবার এমনটাই জানিয়েছেন স্বরাষ্ট্র সচিব আলাপন বন্দ্যোপাধ্যায়। এই পর্যন্ত রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪০০৯ জন। রাজ্যে মোট করোনা মুক্ত হয়েছেন ১৪৮৬জন। রাজ্যে করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ২১১জনের। অডিট কমিটির দেওয়া রিপোর্ট অনুযায়ী বাকি ৭২ জনের মৃত্যু হয়েছিল কো মর্বিডিটির জন্য। গত ২৪ ঘণ্টায় ৩৭.০৬ শতাংশ সুস্থ হয়েছে। স্বরাষ্ট্র সচিবের ঘোষণার পর এদিন বুলেটিনে আরও জানানো হয়েছে, গত ২৪ ঘন্টায় রাজ্যে ৯হাজার ২২৮টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এই পর্যন্ত রাজ্যে মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ১ লাখ ৫৭হাজার ২৭৭টি। এখন রাজ্যে ৩৩টি ল্যাবরেটরীতে নমুনা পরীক্ষা করা হচ্ছে। এখনও পর্যন্ত এই পরিস্থিতিতে রাজ্যে এখন ৫৮২টি সরকারি একান্ত বাস রয়েছেন ১৮হাজার ১৪৬জন। সরকারি একান্ত বাস থেকে ছুটি পেয়েছেন, ৪২হাজার ২০২জন।
এখন বাড়িতে একান্ত বাসে রয়েছেন ১লাখ ৩হাজার ৫৬৪জন। হোম কোয়ারেন্টিনে নজর দারি শেষ হয়েছে, ৭৯হাজার ৪৭৬জনের।গত ২৪ ঘণ্টায় কলকাতা থেকে পাওয়া গিয়েছে ৫৮টি নতুন কেস। এই পর্যন্ত এরমধ্যে কলকাতা থেকে পাওয়া গেছে মোট ১৭৫৩টি কেস। তাদের মধ্যে আরও ৩২জন গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। ইতিমধ্যে মোট ৭১৫জন সুস্থ হয়ে বাড়ি গেছেন। করোনা আক্রান্ত হয়ে কলকাতায় গত ২৪ ঘণ্টায় ২জনের মৃত্যু হয়েছে। তাই এখনও পর্যন্ত কলকাতায় মোট ১৩৪জন মারা গেছে করোনা আক্রান্ত হয়ে। কো- মর্বিডিটির জন্য মৃত্যু হয়েছে ৫২ জনের। বর্তমানে কলকাতায় করনা আক্রান্ত সক্রিয় চিকিৎসাধীন রয়েছেন ৮৫২জন।