দক্ষিণবঙ্গে বন্যায় গত কয়েকদিনে মৃত্যু হয়েছে ২৩ জনের। বন্যা পরিস্থিতি সম্পর্কে মুখ্যমন্ত্রীকে ফোন করে খোঁজ নিয়েছেন প্রাধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার কয়েকঘণ্টার মধ্যেই বন্যায় মৃত ও আহতদের জন্য ক্ষতিপূরণ ঘোষণা করল কেন্দ্রীয় সরকার। নিহতদের পরিবারকে এককালীন ২ লক্ষ টাকা ও আহতদের এককালীন ৫০ হাজার টাকা দেওয়ার ঘোষণা করেছে কেন্দ্র।
দামোদরের বাঁধগুলি থেকে ছাড়া জলে গত কয়েকদিন ধরে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান ও বাঁকুড়ার একাংশে। বুধবার বন্যা পরিস্থিতি পরিদর্শনে গিয়ে এই অবস্থার জন্য DVC-র ওপর ক্ষোভ উগরে দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর অভিযোগ, না জানিয়ে DVC জল ছাড়াতেই এই পরিস্থিতি। অভিযোগ অস্বীকার করে DVC জানিয়েছে এব্যাপারে আগেই জানানো হয়েছিল রাজ্য সরকারকে।
রাজ্য সরকারের তরফে জানানো হয়েছে, ৫ জেলার প্রায় ৪ লক্ষ হেক্টর জমি জলের তলায়। অন্তত ৬০ শতাংশ জমিতে সবে রোপণ করা হয়েছিল ধান। দিন কয়েকের মধ্যে জল না নামলে সেই ধানের চারা ক্ষতিগ্রস্ত হবে। তবে জল ছাড়ার যে গতি তাতে দিন কয়েকের মধ্যে পরিস্থিতির উন্নতি হওয়া প্রায় অসম্ভব।
DVC-র তরফে জানানো হয়েছে। বৃষ্টি হলে জল ছাড়া ব্যতিরেকে অন্য উপায় নেই। রাজ্যের পরামর্শ জল ছাড়া হোক অল্প করে ধাপে ধাপে।