পরকীয়ার মীমাংসা করতে গিয়ে ৫০ হাজার টাকা চাওয়ার অভিযোগ উঠল ভাইজান আব্বাস সিদ্দিকির দল আইএসএফ-এর সদস্যদের বিরুদ্ধে। সেই দাবি না মানায় ওই বধূকে মারধর করে চুল কেটে নেওয়া হয় বলে অভিযোগ। ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে ভাঙড়ের কৃষ্ণমাটি গ্রামে।
গ্রামেরই এক যুবকের সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন ওই মহিলা। সেই ঘটনাকে কেন্দ্র করে পরিবারের মধ্যে ঝামেলাও চলছিল। এর মীমাংসা করতেই আইএসএফ কর্মীদের তরফে ৫০ হাজার টাকা দাবি করা হয় বলে অভিযোগ। এদিকে, মারধরের ঘটনার পর আক্রান্ত মহিলার পরিবার ভাঙড়ের কাশিপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে।
আক্রান্ত ওই মহিলা জানিয়েছেন, স্বামীর সঙ্গে ঝামেলা হওয়ার পর তিনি শ্বশুরবাড়ি ছেড়ে চলে গিয়েছিলেন। কিন্তু ব্যাপারটা মিটমাট করে দেওয়ার আশ্বাস দিয়ে ওই অভিযুক্তরাই তাঁকে ফোন করে আবার ডাকে। তারা বলে যে, সব ঝামেলা সব মিটে যাবে। তাদের কথা শুনেই আবার গ্রামে ফিরে আসেন তিনি। অভিযোগ, এরপরই শুরু হয় তাদের অত্যাচার। যদিও মারধরের কথা অস্বীকার করেছে আইএসঅফ কর্মীরা। তাঁদের দাবি, এটা তৃণমূলের চক্রান্ত।