একবালপুরে ৩৩ লাখ টাকা ছিনতাইয়ে অভিযুক্ত তিন পুলিশ কর্মী-সহ ৬ জন। অভিযুক্তদের গ্রেফতার করেছে একবালপুর থানার পুলিশ। একইসঙ্গে উদ্ধার হয়েছে বিপুল পরিমাণ টাকাও।
জানা গেছে, বুধবার একবালপুরের এক ব্যবসায়ী তাঁর দুই কর্মীকে দিয়ে ৩৩ লক্ষ টাকা ব্যাঙ্কে পাঠাচ্ছিলেন। সেইসময় ডায়মন্ড হারবার রোডের উপর কয়েকজন পুলিশকর্মী ওই দু’ জনকে আটক করে এবং একটি হোটেলে নিয়ে গিয়ে বেধড়ক মারধর করে বলে অভিযোগ। এরপর সেই টাকা তারা হাতিয়ে নেয়।
সূত্রের খবর, ওই কর্মীর ব্যাগে মোট ৩৩ লক্ষ ৩০ হাজার টাকা ছিল। ব্যাঙ্কে যাওয়ার পথে তাঁদের আটকান তিনজন পুলিশ। তাঁরা নিজেদের পুলিশকর্মী হিসাবে পরিচয় দিয়ে ব্যাগে তল্লাশি চালান। অভিযোগ, এরপর তাঁদের নিয়ে যাওয়া হয় একটি হোটেলে। সেখানে ছিল আরও তিনজন। তারা ওই ব্যাগ তল্লাশির অছিলায় সেটি ছিনিয়ে নেয় বলে অভিযোগ। এমনকি মারধরও করা হয় দু’ জনকে।
এরপর দুই কর্মীকে ওই তিন পুলিশকর্মী নিয়ে যায় একবালপুর থানাতেই। অভিযোগকারী দুই ব্যক্তি প্রথমে এতটাই ঘাবড়ে গিয়েছিলেন যে, থানায় কিছুই বলতে পারেননি। পরে দু’ জনের কথায় অসঙ্গতি রয়েছে বুঝতে পেরে সন্দেহ হয় পুলিশের। এরপরই তদন্ত শুরু করে পুলিশ। জানা যায়, তিন পুলিশ কনস্টেবল এই ঘটনায় জড়িত। গ্রেফতার করা হয় তাদের।