রাজ্যপালের মমতা সম্পর্কিত মন্তব্যের তীব্র বিরোধীতা করেছেন তৃণমূলের মহাসচিব তথা শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়
পশ্চিমবঙ্গের রাজ্যপাল হিসাবে কার্যকালের প্রায় শেষ মুহূর্তে এসে পৌঁছেছেন বিদায়ী রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠী ৷ আগামী ৩১ জুলাই পশ্চিমবঙ্গের রাজ্যপাল হিসাবে তাঁর শেষদিন বিদায় লগ্নে বিঁধতে ছাড়েননি তৃণমূল নেত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ৷
শেষবেলায় এসে তিনি রাজ্যের প্রশাসনিক প্রধানের বিরুদ্ধে বিস্ফোরক রাজ্যের বিদায়ী সাংবিধানিক প্রধান ৷
মমতার বিরুদ্ধে তোষণের রাজনীতির অভিযোগ করে বলেছেন এতে সাম্প্রদায়িক সম্প্রতি বিনষ্ট হচ্ছে দিনের পর দিন ৷ তাঁর মতে মমতার তোষণের রাজনীতির ফলেই বাংলার এই হাল হয়েছে ৷
সকলকে সমান চোখে দেখার বিষয়েও মুখ্যমন্ত্রীকে গুরুত্ব দিতে বলেছে বিদায়ী রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠী ৷ বাংলার আইন শৃঙ্খলা নিয়েও তিনি উদ্বেগ প্রকাশ করেছেন ৷ এখানেই শেষ নয় পিটিআইকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি মুখ্যমন্ত্রীকে আবেগ নিয়ন্ত্রণের পরামর্শ দিয়েছেন ৷ তবে রাজ্যপালের মমতা সম্পর্কিত মন্তব্যের তীব্র বিরোধীতা করেছেন তৃণমূলের মহাসচিব তথা শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ৷