অবশেষে হেলিকপ্টার চড়লেন রাজ্যপাল। বৃহস্পতিবার সাত সকালে হেলিকপ্টারে চড়ে সস্ত্রীক রাজ্যপাল জগদীপ ধনখড় (Jagdeep Dhankhar) পাড়ি দিলেন বোলপুরে। গত কয়েক মাস ধরেই একাধিক কর্মসূচিতে রাজ্যপাল নিজের জন্য রাজ্যের কাছে হেলিকপ্টার চেয়েছিলেন। কিন্তু রাজ্যের তরফে এর আগে তিন থেকে চারবার রাজ্যপালের অনুরোধ খারিজ করে দেওয়া হয়। রাজ্য রাজ্যপাল সংঘাতের আবহে যা রীতিমতো আগুনে ঘি ঢেলে ছিল। কিন্তু বর্তমান পরিস্থিতিতে রাজ্য বাজেটের প্রাক্কালে আর নতুন করে সংঘাত চায় না কোনওপক্ষই, বিশেষ করে রাজ্য তো অবশ্যই। কারণ নিজের বাজেট ভার্সনে রাজ্যের সম্পর্কে কোনও নেতিবাচক মন্তব্য যদি রাজ্যপাল করে ফেলেন তা একদিকে যেমন বিধানসভায় রেকর্ড হয়ে থাকবে।
অন্যদিকে রাজ্যপালের মন্তব্য ঘিরে শাসকদলের বিধায়কদের স্লোগান বিক্ষোভের মধ্যে অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হতে পারে।সেই কারণেই সরকারপক্ষ সংঘাত এড়াতে চেয়েছে বলেই মনে করছে ওয়াকিবহাল মহল। যার পরিপ্রেক্ষিতে রাজ্যপালের জন্য এই প্রথম হেলিকপ্টার বরাদ্দ করেছে প্রশাসন। রাজ্যপালও খুশি। বৃহস্পতিবার সকাল আটটায় ডুমুরজোলা হেলিপ্যাড থেকে সস্ত্রীক ধরেন রাজ্যপাল।