স্থায়ীকরণের দাবিতে পথে নেমে আন্দোলনের চেষ্টা চালালেন ওয়েস্ট বেঙ্গল গেস্ট লেকচারার্স অ্যাসোসিয়েশনের সদস্যরা। রবিবার সকালে তাঁরা হাজরা মোড়ে জড়ো হতেই পুলিশ তাঁদের হঠিয়ে দেওয়ার চেষ্টা করে। কিন্তু, আন্দোলনকারীরা সরে যেতে রাজি না-হওয়ায় পুলিশ তাঁদের লালবাজারে তুলে নিয়ে যায়। পরে তাঁদের ছেড়ে দেওয়া হবে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।
শিক্ষা দপ্তর সূত্রে খবর, শনিবারই ওই গেস্ট লেকচারারদের সংগঠনের তরফে শিক্ষামন্ত্রীর সঙ্গে যোগাযোগ করা হয়েছিল। শিক্ষামন্ত্রীর কাছে সংগঠনের সদস্যরা নিজেদের দাবি পেশ করেছেন। শিক্ষামন্ত্রী ওই সংগঠনের সদস্যদের কাছে ১৫ দিন সময় চেয়ে নিয়েছেন। তার পর ওই অধ্যাপকরা আন্দোলন প্রত্যাহার করেন। কিন্তু, নিজেদের মধ্যে উপযুক্ত সংযোগের অভাবে তাঁদের সংগঠনের বিভিন্ন সদস্যের কাছে সেই আন্দোলন প্রত্যাহারের বার্তা পৌঁছয়নি। সেই কারণেই তাঁরা ভুল করে এদিন হাজরা মোড়ে জড়ো হয়েছিলেন।
রবিবার, হাজরা থেকে যতীন দাস পার্ক মেট্টো স্টেশন পর্যন্ত এই গেস্ট লেকচারারদের মিছিল করার কথা ছিল। যদিও আন্দোলনকারী গেস্ট লেকচারারদের একাংশ তাঁদের আন্দোলন প্রত্যাহারের কথা স্বীকার করতে নারাজ। তাঁরা অভিযোগ করেছেন, এটা আন্দোলন থেকে সরাতে সরকারের পরিকল্পনা। দিন পিছনোর সমঝোতা আদৌ হয়ে থাকলেও, তাঁদের সম্পূর্ণ না-জানিয়েই সংগঠনের একাংশের মদতে হয়েছে। শীঘ্রই তাঁরা নিজেদের দাবি পূরণের জন্য লড়াইয়ের পরবর্তী পদক্ষেপ ঠিক করবেন।