বিহারে শুরু হয়ে গেল বিধানসভা নির্বাচনের অন্তিম তথা শেষ দফার ভোটগ্রহণ। তৃতীয় তথা অন্তিম দফায় বিহারের ১৫টি জেলার ৭৮টি বিধানসভা আসনে চলছে ভোটগ্রহণ। ১৫টি জেলার মধ্যে রয়েছে কিশাণগঞ্জ, মুজফ্ফরপুর, আরারিয়া, দারভাঙ্গা, কাটিহার, সহর্ষা, মাধেপুরা এবং সুপৌল। একইসঙ্গে এদিন বাল্মীকি নগর সংসদীয় আসনে উপ-নির্বাচনের ভোটগ্রহণ চলছে। জেডি (ইউ) সাংসদ বৈদ্যনাথ মাহাতোর প্রয়াণের কারণে বাল্মীকি নগর সংসদীয় আসনে উপ-নির্বাচনের ভোটগ্রহণ চলছে।
তৃতীয় দফায় ১,২০৪ জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ করবেন ২.৩৫ কোটিরও বেশি ভোটার। সকাল সাতটা থেকে শুরু হয়েছে ভোটগ্রহণ, ছ’টা পর্যন্ত চলবে ভোটদান। মাওবাদী-অধ্যুষিত চারটি বিধানসভা কেন্দ্রে বিকেল চারটে পর্যন্ত চলবে ভোটগ্রহণ। শেষ দফায় ৩৫টি আসনে লড়ছে বিজেপি, জেডি (ইউ) ৩৭টি আসনে, বিকাশশীল ইনসান পার্টি পাঁচটি আসনে, হিন্দুস্তানি আওয়াম মোর্চা একটি আসনে। আরজেডি প্রতিদ্বন্দ্বিতা করছে ৪৬টি আসনে, কংগ্রেস প্রার্থীর ভাগ্য নির্ধারণ হবে ২৫টি আসনে এবং বামেরা সাতটি আসনে প্রার্থী দিয়েছেন। এছাড়াও লোক জনশক্তি পার্টি ৪২টি আসনে প্রার্থী দিয়েছে, আরএলএসপি ২৩টি আসনে, বিএসপি ১৯টি আসনে এবং এনসিপি ৩১টি আসনে প্রার্থী দিয়েছে।শেষ দফায় ভাগ্য নির্ধারণ হবে বিধানসভার স্পিকার বিজয় কুমার চৌধুরী এবং বিকাশশীল ইনসান পার্টির প্রধান মুকেশ সাহনির। এছাড়াও বিজেন্দ্র যাদব, বীমা ভর্তি, ফিরোজ এবং রমেশ ঋষিদেব-সহ ১২ জন প্রার্থীর ভাগ্যনির্ধারন হবে। এ দিন সকালেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী টুইট করে বিহারবাসীদের ভোটের আহ্বান জানান। তিনি লেখেন, ‘বিহারে তৃতীয় এবং অন্তিম দফার ভোট হচ্ছে। গণতন্ত্রের এই উৎসবে সকলে সামিল হন এবং ভোট দেওয়ার নতুন রেকর্ড তৈরি করুন। তবে ভোট দানের সময় সামাজিক দূরত্ব পালন করুন এবং মাস্ক পরুন।’ উল্লেখ্য, বিহার বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণা হবে ১০ নভেম্বর।
2020-11-07