এর আগে ইতিমধ্যে একাধিক চাকরি বাতিল হয়েছে। এবার, সেই তালিকায় হল ফেরবদল। সম্প্রতি কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ৫৩ জনের চাকরি বাতিল করলেন প্রাথমিকে বেআইনিভাবে চাকরি পাওয়ার বিষয়ে। তিনি একইসঙ্গে এক ব্যক্তিকে জরিমানা দেওয়ার নির্দেশ দিলেন।
ইতিমধ্যে বহুজনের নাম চাকরি পাওয়ার তালিকা থেকে বাদ পড়েছে। ২৬৯ জনের পরে আবার ৫৩ জনের নাম তালিকা থেকে বাদ পড়ায় শোরগোল পড়ে গেল রাজ্যজুড়ে।
উল্লেখ্য, ২৬৯ জনের চাকরি বাতিলের উপর কলকাতা হাইকোর্টের নির্দেশিকা জারি করলে সুপ্রিমকোর্ট সেগুলোর উপরে স্থগিতাদেশ জারি করে পুনঃ শুনানির নির্দেশ দেয়। নির্দেশে সুপ্রিমকোর্ট বলে ২৬৯ জন হলফনামা জমা দেবে হাইকোর্টে। সেই নির্দেশের অধীনে ৫৪ জন শিক্ষক হলফনামা জমা দেন। একজন বাদে বাকিরা উপস্থিত হলে বিচারপতি গঙ্গোপাধ্যায় ৫৩ জনের চাকরি বাতিলের নির্দেশ দেন এবং অনুপস্থিত ব্যক্তিকে ১০ হাজার টাকা জরিমানা দিতে বলেন।