টালিগঞ্জ বিধানসভা এলাকার দুই থানা রিজেন্ট পার্ক ও বাঁশদ্রোণীর ওসি বদলে দিল নির্বাচন কমিশন। সেই সঙ্গে তিন জেলায় নির্বাচন আধিকারিকও রাতারাতি বদলে দিল নির্বাচন সদন।
টালিগঞ্জে এ বার হেভিওয়েট লড়াই। মোদী সরকারের পরিবেশ প্রতি মন্ত্রী বাবুল সুপ্রিয় বনাম মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের প্রভাবশালী মন্ত্রী অরূপ বিশ্বাস। সেখানে ভোট নিয়ে ইতিমধ্যেই উত্তেজনা তৈরি হয়েছে। তার মধ্যেই রিজেন্ট পার্ক থানার ওসি মৃণালকান্তি মুখোপাধ্যায়কে সরিয়ে স্পেশাল ব্রাঞ্চে পাঠানো হল। বাঁশদ্রোণী থানার ওসি প্রতাপ বিশ্বাসকে পাঠানো হয়েছে গোয়েন্দা বিভাগে। পরিবর্তে রাম থামা ও মলয় বসুকে যথাক্রমে রিজেন্ট পার্ক ও বাঁশদ্রোণী থানার ওসি করা হয়েছে।
এরই পাশাপাশি বদলে দেওয়া হয়েছে তিন ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসারকে। দক্ষিণ দিনাজপুর জেলায় নিখিল নির্মলকে সরিয়ে ডিইও করা হয়েছে ২০০৭ ব্যাচের আইএএস অফিসার সি মুরুগানকে। পূর্ব বর্ধমানের ডিইও করা হয়েছে শিল্পা গৌরীসারিয়াকে। আর ২০০৭ ব্যাচের আইএএস অফিসার অনুরাগ শ্রীবাস্তবকে পশ্চিম বধর্মানের জেলা নির্বাচন আধিকারিক করা হয়েছে।
কমিশন সূত্রে বলা হচ্ছে, বাংলায় অবাধ ও নিরপেক্ষ ভোট করানোর অবশ্যই একটা চ্যালেঞ্জ। প্রশাসনিক স্বচ্ছতা বজায় রাখা কমিশনের কাছে সর্বোপরি।