হড়পা বানে আহতদের ভর্তি করা হয়েছে সরকারি হাসপাতালে। কিন্তু সেখানে চিকিৎসাইয় গাফিলতির অভিযোগ তুলেছেন আহতের পরিবারের সদস্যরা। এবার সেই নিয়ে তোপ দাগলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি বলেন, ‘মুখ্যমন্ত্রীর পরিবারের লোকজনই সরকারি হাসপাতালে না গিয়ে দুবাইতে চিকিৎসা করাতে যান’।
মালবাজারের ঘটনায় সরাসরি প্রশাসনের দিকেই আঙুল তুলেছেন শুভেন্দু। তিনি বলেন, ‘খানকার পুলিশ প্রশাসনই বলেছিল এই রুট দিয়ে যান। তারপরেই তাঁরা নদীতে নেমেছিলেন। তাঁদের মরণফাঁদে ফেলেছিলেন। সংবাদ মাধ্যমে বার বার সতর্ক করা হয়েছিল। তারপরেও প্রশাসন শোনেনি। পাহাড়ে বৃষ্টি হয়েছিল। তার জেরে হড়পা বান। এটাকে কি দুর্ঘটনা বলব? মানুষকে নিরঞ্জন দেওয়ার ব্যবস্থা করেছিল সরকার’।
এরপরই শুভেন্দু বলেন, ‘কোনও হাসপাতালেই কিছু নেই। সেকারণে মুখ্য়মন্ত্রীর পরিবারের লোকজন তাঁর স্বাস্থ্য ব্যবস্থার উপর আস্থাশীল নয়। তাঁর পরিবারের লোকজন দুবাই যান, সিঙ্গাপুর যায় চিকিৎসা করাতে। না হলে হায়দরাবাদে যান চিকিৎসা করাতে। মুখ্য়মন্ত্রীর পরিবারের লোকজনই মুখ্যমন্ত্রী পরিচালিত কোনও হাসপাতালে যান না। সাধারণ মানুষের যা হওয়ার হচ্ছে’।