রেহাই মিলল না বড়দিনের ছুটিতে ! মন্ত্রীদের ছুটির বাতিল করে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সোমবার নবান্নে (Nabbana) ক্যাবিনেট বৈঠকে হাজির মন্ত্রিসভার সদস্যদের নিজের সিদ্ধান্ত জানিয়ে দেন মমতা। মন্ত্রীরা অনেকেই শীতের মরসুমে স্বপরিবারে বেড়াতে যান। কিন্তু বর্তমানে নাগরিক সংশোধনী আইন ও এনআরসি নিয়ে তৈরি হওয়া রাজনৈতিক পরিস্থিতির কথা মাথায় রেখেই এদিনের বৈঠকে মুখ্যমন্ত্রী তাঁর মন্ত্রীদের ছুটি রদ করে দিয়েছেন।
দু’জন মন্ত্রী ছুটি নিয়ে কলকাতার বাইরে গিয়েছেন। বিদ্যুৎমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় দুই পুত্র ও তাদের পরিবারকে নিয়ে দার্জিলিং বেড়াতে গিয়েছেন। গত এপ্রিল মাসে স্ত্রী বিয়োগের পর ২১ ডিসেম্বর মুখ্যমন্ত্রীর অনুমতিক্রমেই গিয়েছেন তিনি। খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক আবার হায়দ্রাবাদ গিয়েছেন চোখের অপারেশন করাতে। ফলে এই দুই মন্ত্রী ক্যাবিনেট বৈঠকে উপস্থিত হননি।
এদিনের বৈঠকে অনুপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ও শ্রম প্রতিমন্ত্রী জাকির হোসেন। পার্থ চট্টোপাধ্যায় ঝাড়গ্রামে ও জাকির হোসেন জঙ্গিপুরে দলীয় কর্মসূচিতে ব্যস্ত ছিলেন। মুখ্যমন্ত্রীর নির্দেশ প্রসঙ্গে মন্ত্রী তাপস রায় বলেন, “মুখ্যমন্ত্রী যখন নির্দেশ দিয়েছেন তা আমাদের পালন করতেই হবে।”