অনগ্রসর শ্রেণির কল্যাণে বরাবরই সক্রিয় মুখ্যমন্ত্রী। এবার রাজ্যে নবগঠিত তফসিলি জাতি উন্নয়ন কাউন্সিলের বৈঠক শেষে একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। তফসিলি জাতির জন্য বাজেট বাড়ানো হল। চাকরিক্ষেত্রেও তাঁদের জন্য বাড়িয়ে ২২ শতাংশ সংরক্ষিত করা হল। বুধবার নবান্নে ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
এদিনই প্রথম রাজ্যে নবগঠিত তফসিলি জাতি উন্নয়ন কাউন্সিলের বৈঠকে সব সদস্যকে নিয়ে আলোচনা করলেন মুখ্যমন্ত্রী। তৃতীয়বার রাজ্যের ক্ষমতায় আসার পরই তফসিলি জাতি, উপজাতির উন্নয়নে পৃথকভাবে এই কাউন্সিল তৈরি করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উপস্থিত ছিলেন অনগ্রসর শ্রেণির জনপ্রতিনিধি তথা বলাগড়ের তৃণমূল বিধায়ক মনোরঞ্জন ব্যাপারি-সহ কাউন্সিলের অন্যান্য সদস্যও।
মুখ্যমন্ত্রী জানান, রাজ্যে তফসিলি পড়ুয়াদের জন্য ইংরাজি মাধ্যম স্কুল তৈরি হচ্ছে। ‘শিক্ষাশ্রী’ প্রকল্পের মাধ্যমে এঁদের পড়াশোনার খরচ চলছে। ৪০ হাজারের বেশি তফসিলি মানুষকে ১ হাজার টাকা করে পেনশন দেওয়া হবে। দশ বছরে প্রায় ১২ লক্ষ মানুষের কাছে জমির পাট্টা দেওয়া হয়েছে। লক্ষ্মীর ভান্ডার প্রকল্পেও মাসে ১০০০ টাকা করে পাবেন তফশিলি পরিবারের মহিলারা। শুধু মাত্র তফশিলি জাতি উপজাতির জন্যই ২০ লক্ষ নতুন বাড়ি তৈরি করে দেওয়া হবে বলে জানান মুখ্য়মন্ত্রী। একই সঙ্গে তফশিলি পড়ুয়াদের জন্য আগামী ৩ বছরে ১০০ টি ইংরাজি মাধ্যম স্কুল তৈরির কথাও তিনি ঘোষণা করেন।
এছাড়া এবার থেকে তাঁদের উচ্চশিক্ষার জন্য স্বল্পসুদে ঋণ দেওয়া চালু হচ্ছে। ইতিমধ্যেই তফসিলি জাতির বহু মহিলা দুয়ারে সরকারের মাধ্যমে রাজ্যের বিভিন্ন প্রকল্পের সুবিধা পেয়েছেন। ভবিষ্যতেও অসুবিধা হবে না, এমনটাই জানালেন মুখ্যমন্ত্রী।