স্বস্তি পেল কেন্দ্রীয় সরকার। সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের পুনর্নিমাণ পরিকল্পনায় গ্রিন-সিগন্যাল দিয়ে দিল সুপ্রিম কোর্ট। কেন্দ্রীয় সরকার প্রায় ২০ হাজার কোটি টাকার ‘সেন্ট্রাল ভিস্তা প্রজেক্ট’ নিয়েছে। যেখানে রাষ্ট্রপতি ভবন থেকে ৩ কিলোমিটার এলাকা জুড়ে নতুন করে তৈরি হবে সংসদীয় কার্যালয়। তার একটি অংশ নতুন সংসদ ভবনের নির্মাণ। মঙ্গলবার সুপ্রিম কোর্টের বিচারপতি খানউইলকরের নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চ ২-১ সংখ্যাগরিষ্ঠতায় সেন্ট্রাল ভিস্তা প্রজেক্টকে ছাড়পত্র দিয়েছে। এদিন বিচারপতি খানউইলকর, তাঁর ও বিচারপতি মহেশ্বরীর লেখা সংখ্যাগরিষ্ঠ রায়টি পড়ে শোনান। অন্যদিকে পৃথক রায় পড়ে শোনান বিচারপতি সঞ্জীব খান্না।
সুপ্রিম কোর্ট রায়ে জানিয়েছে, কেন্দ্র যে অধিকার ব্যবহার করেছে সেটা যথার্থ ও সঠিক। জমি ব্যবহারের ক্ষেত্রে যে বদলগুলি করা হয়েছে সেটা নিয়ে সুপ্রিম কোর্টের আপত্তি নেই। পরিবেশ রক্ষার্থে তৈরী কমিটির সুপারিশও যথার্থ বলে মনে করে আদালত। এদিন সুপ্রিম কোর্ট জানায়, দূষণ নিয়ন্ত্রণের জন্য স্মগ টাওয়ার তৈরী করতে হবে এই প্রকল্পের আওতায়। নির্মাণকাজের সময় ব্যবহার করতে হবে অ্যান্টি স্মগ গান। ভবিষ্যতে এরকম কোনও প্রকল্প হলে পরিবেশমন্ত্রককে অনুরূপ নির্দেশ জারি করতে হবে বলে জানিয়েছে সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালত পরিষ্কার করে জানিয়েছে, পরিবেশ মন্ত্রকের দ্বারা পরিবেশগত ছাড়পত্রের সুপারিশ ন্যায়সঙ্গত, বৈধ এবং যথাযথ এবং আমরা তা সমর্থন করি। এদিনের রায়ের পর সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের পুনর্নিমাণ পরিকল্পনায় কাজ শুরুতে আর কোনও বাধা থাকল না। এদিন বিচারপতি খানউইলকর বলেন, ডিডিএ আইনের অধীনে সরকার যথার্থ ভাবে তার ক্ষমতা প্রয়োগ করেছে। সেই কারণে এই সংক্রান্ত নোটিফিকেশন বহাল থাকবে বলে তিনি জানান। নিজের পৃথক রায়ে বিচারপতি সঞ্জীব খান্না বলেন, জমি কী জন্য ব্যবহার হবে, সেই সংক্রান্ত যে নির্দেশ দিয়েছে কেন্দ্র সেটি তিনি বেআইনি বলে মনে করেন।
2021-01-05