করোনার প্রতিরোধে এবার ১১ এপ্রিল থেকে সরকারি-বেসরকারি দুই চাকুরিজীবীদের করোনা টিকায় নিয়ে আসতে একেবারে অফিসে পৌঁছে যাচ্ছে কেন্দ্র। ইতিমধ্যেই অফিসগুলিতে টিকাকরণ শুরু করার নির্দেশ দিয়ে প্রত্যেক রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্য সচিবকে চিঠি পাঠিয়েছে কেন্দ্র। সরকারি বা বেসরকারি অফিসে যদি ১০০ জন টিকা পাওয়ার জন্য বৈধ হন এবং যদি তাঁরা টিকা নিতে চান, তাহলে অফিসেই টিকাকরণ খোলার নির্দেশ দিয়েছে কেন্দ্র। টিকাকরণকে আরও দ্রুত করার নির্দেশ দিয়েছে কেন্দ্র।চিঠিতে স্বাস্থ্যসচিব রাজেশ ভূষণ লিখেছেন, “সরকারি ও বেসরকারি ক্ষেত্রে যদি ১০০ জন বৈধ টিকা প্রাপক থাকেন, তাহলে একটি ভ্যাকসিনেশন সেন্টারের সঙ্গে সেই অফিসকে জুড়ে দিতে হবে।” প্রসঙ্গত,করোনার বেড়ে চলা সংক্রমণ রুখতে দ্রুত সকলকে টিকার আওতায় নিয়ে আসতে গোটা এপ্রিল মাস জুড়ে ছুটির দিনেও টিকাকরণ চালাচ্ছে কেন্দ্র। তাই দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবাল ও মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে কেন্দ্রের কাছে করোনা টিকা সব বয়সীদের জন্য আবেদন করেছিলেন। তবে সাংবাদিক বৈঠক করে কেন্দ্রীয় স্বাস্থ্যসচিব রাজেশ ভূষণ জানিয়েছেন, এখনই বয়স নির্বিশেষে সকলকে করোনা টিকা দেওয়া সম্ভব নয়। কারণ যাঁদের টিকা অধিক প্রয়োজনীয়, তাঁদেরই আগে টিকা দিতে হবে।
2021-04-08