বুলবুল (Bulbul) ঘূর্ণিঝড় প্রতিনিয়ত ভয়ঙ্কর থেকে অতি ভয়ঙ্কর আকার ধারন করছে। পারাদ্বীপ থেকে ২৬০ কিলোমিটার, এবং কলকাতা থেকে ৫০০ কিলোমিটার,সাগর থেকে ৩৯০ কিলোমিটার দূরে রয়েছে বুলবুল। অতি ভয়ঙ্কর এই ঘূর্ণিঝড় বাড়াল তার গতিবেগ, ১৭৫ কিলোমিটার/ ঘণ্টায়। এখনও পর্যন্ত যা চিত্র তাতে ১০ নভেম্বর খুব ভোরে বাংলাদেশের (Bangladesh) খেপুপাড়া এবং পশ্চিমবঙ্গের সাগরদ্বীপের কাছে উপকূল অঞ্চলে ভয়ঙ্কর গতিবেগ নিয়ে আছড়ে পড়বে মারাত্মক ঘূর্ণিঝড় “বুলবুল।আবহাওয়া দফতর জানিয়েছে, “বুলবুল তার গতিবেগ যত বাড়াচ্ছে এরাজ্যে তার প্রভাব ততই বাড়ছে”।
রাজ্যের বিভিন্ন জেলায় যেখানে হলুদ সর্তকতা জারি করা হয়েছিল সেই সমস্ত জায়গায় কমলা সর্তকতা জারি করা হয়েছে। আজ থেকেই ভারী বৃষ্টির পূর্বাভাস রাজ্যের বেশ কয়েকটি জেলায়। উত্তর ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুর জেলায় আজ থেকেই ব্যাপক বৃষ্টির সম্ভাবনা । বৃষ্টির পরিমাণ ৭ থেকে ১১ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। আগামীকাল থেকে বৃষ্টির পরিমাণ আরও বেড়ে যাবে। মারাত্মক বৃষ্টি হবে রাজ্যে। উত্তর এবং দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া , হুগলি , নদিয়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে প্রায় ২০ সেন্টিমিটারের বেশি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। বুলবুলের সতর্কতায় নবান্নে কন্ট্রোল রুম, রইল হেল্পলাইন নম্বর ০৩৩-২২১৪৩৫২৬ ও ১০৭০।
সূর্য সরকার।